বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-5

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-5

Indian constitution MCQ questions and answers 

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-5
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-5

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-5 provided in this post.previously we have posted total 4 question sets based on Indian Constitution which followed the syllabus of different competitive exams for Government Job in India as well as West Bengal like WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D.

ভারতের সংবিধানএর কোন কোন জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তে প্রশ্ন আসে ?

ভারতের সংবিধানের প্রস্তাবনা, ভারতের সংবিধানের বিভিন্ন ধারার বৈশিষ্ট্য যেমন - ভারত ইউনিয়ন ও তার ভু-খণ্ড, ভারতের নাগরিকত্ব, মৌলিক অধিকারসমূহ, মৌলিক কর্তব্যসমূহ,নির্দেশমূলক নীতিসমূহ,ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা, ভারতের কেন্দ্রের শাশনবিভাগ, ভারতের কেন্দ্রের আইনবিভাগ, ভারতের রাজ্যের শাশনবিভাগ, ভারতের রাজ্যের আইনবিভাগ, ভারতবর্ষের বিচারব্যাবস্থা, ভারতবর্ষে ইউনিয়ন এলাকাসমূহের প্রশাসন তপশিলি এলাকা ও উপজাতি এলাকার প্রশাসন, ভারতবর্ষের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতবর্ষের আমলাতন্ত্র ও রাষ্ট্র কৃত্যক কমিশনসমূহ,ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন, ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ, ভারতবর্ষের সরকারি ভাষাসমূহ,ভারতবর্ষে বিভিন্ন জরুরি অবস্থা মূলক সাংবিধানিক ধারা সমূহ, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এবং বিভিন্ন সংবিধান সংশোধনী,, ভারতের রাজনীতি ও ধর্ম, ভারতের বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি এছাড়া ভারতবর্ষের মানবাধিকার আন্দোলন এবং ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থার পর্যালোচনা ইত্যাদি.

Indian constitution 

 MCQ questions and answers in Bengali 

Part-5


Question 121.
জাতীয় মানবাধিকার কমিশন ভারতে কবে গঠিত হয় ?
      (a) 12 অক্টোবর 1993
      (b) 12 অক্টোবর 2000
      (c) 12 অক্টোবর 2001
      (d) 12 অক্টোবর 2003

Question 122.
কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদ কে ষষ্ঠ তপশীল এর অন্তর্ভুক্ত করা হয় ?
      (a) 109 তম
      (b) 106 তম
      (c) 153 তম
      (d) 107 তম

Question 123.
ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে ?
      (a) 152 নম্বর ধারা
      (b) 154 নম্বর ধারা
      (c) 153 নম্বর ধারা
      (d) 160 নম্বর ধারা

Question 124.
রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান ?
      (a) রাজ্যের মুখ্যমন্ত্রী
      (b) হাইকোর্টের প্রধান বিচারপতি
      (c) রাজ্যপাল
      (d) রাষ্ট্রপতি

Question 125.
ভারত সরকারের অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয় ?
      (a) রাজ্যসভা
      (b) লোকসভা
      (c) বিধান পরিষদ
      (d) বিধানসভা

Question 126.
কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভার কত জন সদস্যের সমর্থন লাগে ?
      (a) 30 জন
      (b) 40 জন
      (c) 50 জন
      (d) 60 জন


Question 127.
কোন শের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতাটি নেই?
      (a) ভারত 0
      (b) ব্রিটেন
      (c) ভারত ও ব্রিটেনের
      (d) আমেরিকা


Question 128.
কোন সভা সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ করে ?
      (a) বিধান পরিষদ
      (b) বিধানসভা
      (c) লোকসভা
      (d) কোনোটিই নয়


Question 129.
সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে ?
      (a) রাষ্ট্রপতি
      (b) স্পিকার
      (c) প্রধানমন্ত্রী
      (d) পমুখ্যমন্ত্রী


Question 130.
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন নিম্নের কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) উপরাষ্ট্রপতি
      (c) রাষ্ট্রপতি
      (d) রাজ্যপাল


Question 131.
বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে ?
      (a) 2000
      (b) 2003
      (c) 2001
      (d) কোনোটিই নয়

Question 132.
কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
      (a) ১৯৭৩
      (b) ১৯৭৩
      (c) ১৯৯৫
      (d) ১৯৯৬

Question 133.
কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন ?
      (a) জি অস্টিন
      (b) এম ভি পাইলি
      (c) আরনেস্ট বারকার
      (d) ঠাকুরদাস ভারগাভ

Question 134.
বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা কে যুক্ত করেছিলেন ?
      (a) ভারত
      (b) ব্রিটেন
      (c) আমেরিকা
      (d) চীন

Question 135.
1995 খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইন আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয় ?
      (a) 2006
      (b) 2007
      (c) 2003
      (d) 2001

Question 136.
কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি ?
      (a) আরনেস্ট বারকার
      (b) ঠাকুরদাস ভারগাভ
      (c) জি অস্টিন
      (d) কে সি হোয়ার

Question 137.
ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি আবশ্যক ?
      (a) স্নাতক হতে হবে
      (b) উচ্চ বর্ণ যুক্ত হতে হবে
      (c) সরকারি দলের সদস্য হতে হবে
      (d) ভারতীয় নাগরিক হতে হবে

Question 138.
ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোন আইন কে বাতিল করে দিতে পারে নিম্নের কে ?
      (a) শুধুমাত্র হাইকোর্ট
      (b) শুধুমাত্র সুপ্রিম কোর্ট
      (c) সুপ্রিম কোট ও হাইকোর্ট উভয়ই
      (d) কোনোটিই নয়

Question 139.
সংবিধান অনুসারে ভারতের মন্ত্রিসভার নেতা কে ?
      (a) রাজ্যপাল
      (b) প্রধানমন্ত্রী
      (c) রাষ্ট্রপতি
      (d) কোনোটিই নয়

Question 140.
যোজনা কমিশনের চেয়ারম্যান কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) রাজ্যপাল
      (d) কোনোটিই নয়

Question 141.
রাষ্ট্রপতি নির্বাচনে বিতরকের সমস্যা হলে তার কে সমাধান করে ?
      (a) হাইকোর্ট
      (b) উপরাষ্ট্রপতি
      (c) সুপ্রিমকোর্ট
      (d) রাজ্যপাল

Question 142.
বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকার গুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয় ?
      (a) ব্রিটেন
      (b) কানাডা
      (c) ভারত
      (d) মার্কিন যুক্তরাষ্ট্র

Question 143.
অধিকারের বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইন কে বোঝানো হয় ?
      (a) কানাডা
      (b) আমেরিকা
      (c) ভারত
      (d) ব্রিটেন

Question 144.
ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোন আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে ?
      (a) 15(1) ধারা
      (b) 14(1) ধারা
      (c) 13(2) ধারা
      (d) 16(2) ধারা

Question 145.
কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার গুলি পরিবর্তন বা সংশোধন করতে পারে ?
      (a) আমেরিকা
      (b) ভারত
      (c) ব্রিটেন
      (d) সবগুলি

Question 146.
তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সরকারি সংরক্ষিত থাকবে এটি কোন ধারায় বলা হয়েছে ?
      (a) 15 ধারা
      (b) 16 (4) ধারা
      (c) 14 ধারা
      (d) 13 ধারা

Question 147.
বর্তমানে সম্পত্তির অধিকার টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে ?
      (a) part - II
      (b) part -III
      (c) part - IV
      (d) part- Xll

Question 148.
কোন দেশের আইনসভা জরুরীকালীন অবস্থাতেও মৌলিক অধিকার গুলি কোন পরিবর্তন করতে পারে না ?
      (a) ভারত
      (b) ব্রিটেন
      (c) আমেরিকা
      (d) কানাডা

Question 149.
স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধান দের কে নিয়োগ করেন ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) লোকসভার সদস্য না
      (d) রাজ্যপাল

Question 150.
জরুরি অবস্থা জারি করতে গেলে রাষ্ট্রপতি কে কার অনুমতি নিতে হয় ?
      (a) উপরাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) স্পিকার
      (d) সুপ্রিম কোর্টের বিচারপতি



পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-

 হিউম্যান রাইট কমিশন এর চেয়ারম্যান কে ?
 এইচ এল দত্ত

 দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের দ্বিতীয় বিমানবন্দর কোনটি?
 Bhiwadi

 আর্য ভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল?
 1975

যে বিদ্যায় মাটি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে?
পেডোলজি

আইএনএস বিক্রান্ত কবে প্রথম কার্যক্রম শুরু করে?
1997

অন্ধ্রপ্রদেশের কোথায় রকেট লঞ্চ প্যাড রয়েছে?
 শ্রীহরিকোটা

দেহের কোন অংশে রক্ত থেকে নাইট্রোজেনঘটিত যৌগ গুলো কে দূর করে?
 কিডনি

ন্যাশনাল উমেন্স কমিশনের একমাত্র পুরুষ কে?
অলক রাওয়াত

  <<<Previous   4   5   6  7   8  9    Next >>>

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019


Current Affairs : January – 2019


Current Affairs : December – 2018


আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স