বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

current affairs quiz in Bengali 23rd October

current affairs quiz in Bengali 23rd October

current affairs quiz (MCQ) in Bengali 23rd October


Attend the most important current affairs quiz in Bengali from the current affairs of 2019 & 2018 for RRC (Railway) Group D And RRB (Railway) NTPC 2019. So check out the current affairs quiz in Bengali on 23rd October 2019.

current affairs quiz in Bengali
current affairs quiz in Bengali


current affairs quiz in Bengali 23rd October (11)


Question 1.
অটল জি নে কাহা এই বইটির লেখক কে ?
      (a) কুন্তলা সেন
      (b) বিজেন্দর সিং
      (c) বিজেন্দ্র রেহি
      (d) এদের কেউ নয়

Question 2.
Zoonoses Day কবে পালিত হয় ?
      (a) 9 ই জুলাই
      (b) 11 ই জুলাই
      (c) 6 ই জুলাই
      (d) 13 ই জুলাই

Question 3.
2015 সালের ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
      (a) চীন
      (b) জাপান
      (c) আমেরিকা
      (d) কানাডা

Question 4.
IPL team Sunrisers Hyderabad এর মালিকানা কার ?
      (a) কলানিথি মারান
      (b) চিরঞ্জীবী
      (c) চন্দ্রবাবু নাইডু
      (d) ডেকান ক্রনিকল সংবাদপত্র

Question 5.
ক্ষেত্রফলের দিক দিয়ে নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বৃহত্তম ?
      (a) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
      (b) জম্মু-কাশ্মীর
      (c) লাদাখ
      (d) পুদুচেরি

Question 6.
বাঘ গণনা রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে ভারতের সবথেকে বেশি বাঘ বাঘ রয়েছে ?
      (a) উত্তর প্রদেশ
      (b) মধ্যপ্রদেশ
      (c) পশ্চিমবঙ্গ
      (d) গুজরাট



Question 7.
স্পাইসজেট এর চেয়ারম্যান ও এমডি পদে নিযুক্ত হলেন কে ?
      (a) অজয় বিশ্বাস
      (b) অজয় সিং
      (c) মানবেন্দ্র চৌধুরী
      (d) অরিজিৎ সিং


Question 8.
Pitch to Move প্রতিযোগিতা কোন সংস্থা চালু করল ?
      (a) NPCI
      (b) SEBI
      (c) NITI Aayog
      (d) DRDO


Question 9.
বিশ্বের বৃহত্তম পাখির ভাস্কর্যের উদ্বোধন হলো কোথায় ?
      (a) তামিলনাড়ু vv
      (b) কেরালা
      (c) কর্ণাটক
      (d) গোয়া


Question 10.
66 তম জাতীয় ফিল্মফেয়ার পুরস্কারের সেরা হিন্দি ছবি কোনটি ?
      (a) মহান্তি
      (b) অন্ধাধুন
      (c) উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক
      (d) পদ্মাবত


Question 11.
2019 এ ‘Earth Hour’ কবে পালন করা হলো ?
      (a) 30 মার্চ
      (b) 31 মার্চ
      (c) 1 এপ্রিল
      (d) 2 এপ্রিল

Question 12.
প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
      (a) অস্ট্রেলিয়া
      (b) কানাডা
      (c) রাশিয়া
      (d) আমেরিকা

Question 13.
কত তারিখে নীল আর্মস্ট্রং চাঁদে পা রেখেছিলেন ?
      (a) 19 জুলাই
      (b) 20 জুলাই
      (c) 22 জুলাই
      (d) 24 জুলাই

Question 14.
Emmerson Mnangawa কোথাকার রাষ্ট্রপতি হলেন ?
      (a) জিম্বাবুয়ে
      (b) অস্ট্রেলিয়া
      (c) জাপান
      (d) নামিবিয়া

Question 15.
কোন মোবাইল কোম্পানি উত্তরপ্রদেশে পৃথিবীর বৃহত্তম মোবাইল ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করল ?
      (a) Vodafone
      (b) Samsung
      (c) Asush
      (d) Nokia

Question 16.
মধ্যপ্রদেশ সরকার কাকে জাতীয় কালিদাস সম্মান দিলেন ?
      (a) নলিনী মালানী
      (b) অ‍্যাঞ্জোলি এলা মেনন
      (c) যোগেন চৌধুরী
      (d) সতীশ গুজরাল

Question 17.
2018 BRICS summit কোথায় অনুষ্ঠিত হবে ?
      (a) রাশিয়া
      (b) চীন
      (c) দক্ষিণ আফ্রিকা
      (d) ভারত

Question 18.
সম্প্রতি কে আইসিসির সিইও হিসেবে নিযুক্ত হলেন ?
      (a) সুযোগ দামোদর
      (b) জনাথন মুরলী
      (c) মানু সাওনী
      (d) উপরের কেউ নন

Question 19.
anti satellite weapon নামে মিসাইল উৎক্ষেপণ করে কোন দেশ পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করল ?
      (a) চীন
      (b) জাপান
      (c) ভারত
      (d) আমেরিকা

Question 20.
নুর সুলতান (Nur sultan) কোন দেশের রাজধানী ?
      (a) আফগানিস্তান
      (b) ইন্দোনেশিয়া
      (c) কাজাকিস্তান
      (d) পাকিস্তান



Question 21.
কোন ভারতীয় মহিলা পর্বতারোহী সম্প্রতি মাউন্ট এভারেস্টের পাঁচ দিনের মধ্যে দুইবার ব্যাক টু ব্যাক আহরণ করে দ্রুততম রেকর্ড তৈরি করেছেন ?
      (a) প্রেম লতা আগরওয়াল
      (b) অংশু জামসেনপা
      (c) বাচেন্দ্রি পাল
      (d) অরুনিমা সিনহা

Question 22.
India Positive বইটির লেখক কে ?
      (a) কিরণ দেশাই
      (b) চেতন ভগত
      (c) সালমান রুশদি
      (d) বিক্রম শেঠ

Question 23.
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সিইও কে নিযুক্ত হলেন ?
      (a) ভূপেন্দর সিং
      (b) আশীষ কুমার ভুটানি
      (c) অংশু গুপ্তা
      (d) এদের কেউ নন

Question 24.
কোন দেশ সম্প্রতি প্রথম হাইপারসনিক aircraft Xingkong – 2 পরীক্ষা করল ?
      (a) ভারত
      (b) চীন
      (c) দক্ষিণ কোরিয়া
      (d) জাপান

Question 25.
কোন দল এই প্রথম ফিফা আন্ডার টোয়েন্টি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতল ?
      (a) স্পেন
      (b) জাপান
      (c) ভারত
      (d) ভুটান

Question 26.
WHO world no Tobacco Day 2017 award কে পেলেন ?
      (a) এস কে আরোরা
      (b) জনাথন লিবারম‍্যান
      (c) দলবির সিং
      (d) এদের কেউ নন

Question 27.
কোন দেশ সর্বপ্রথম মানুষের 3d colour X-ray করল ?
      (a) নিউজিল্যান্ড
      (b) জাপান
      (c) জার্মানি
      (d) চীন

Question 28.
শনির যে উপগ্রহে প্রাণ সৃষ্টি করতে পারে এ রকম জটিল জৈব অণুর খোঁজ পাওয়া গেছে তার নাম কি ?
      (a) এনসেল‍্যাডাস
      (b) সিরিয়াস
      (c) রাইজেল
      (d) টাইটান

Question 29.
কোন টেনিস খেলোয়াড় ATP tennis world ranking এর শীর্ষ স্থান অধিকার করলেন ?
      (a) রজার ফেদেরার
      (b) রাফায়েল নাদাল
      (c) কিদাম্বী শ্রীকান্ত
      (d) এদের কেউ নন

Question 30.
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF এর women singles দের তালিকায় কোন ভারতীয় তৃতীয় স্থানের অধিকারী হলেন ?
      (a) কিদাম্বি শ্রীকান্ত
      (b) সাইনা নেহেওয়াল
      (c) পি ভি সিন্ধু
      (d) এদের কেউ নন

 If you like this current affairs quiz in Bengali then Must share with your friends and if there is any doubt then please mention in the comment box.







আরও কিছু  wbpsc clerkship পরীক্ষার জিকে
 ভারতের প্রতিটি রাজ্যের লোকনৃত্য                                                      
 wbpsc clerkship exam এর জন্য আমাদের YouTube channel এ প্রতিদিন রাত ৮.৩০ এ মক টেস্ট দিন।



SUBSCRIBE our YouTube channel Knowledge Account - CLICK HERE