current affairs quiz in Bengali 18th October
Welcome to knowledgeaccount.in - Best Current Affairs in Bengali. Friends, You are searching for the current affairs quiz in Bengali which is most important for Railway Group D and RRB NTPC then this the right place.
![]() |
current affairs quiz in Bengali |
current affairs quiz in Bengali - 18th October (9)
Question 1.
কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অঞ্চল অমৃত যোজনা চালু করল ?
(a) উত্তর প্রদেশ
(b) মহারাষ্ট্র
(c) উত্তরাখণ্ড
(d) ছত্রিশগড়
Question 2.
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মুখ্য গবেষক হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) পাইবি সালামকে
(b) সৌম্য স্বামীনাথন
(c) জাবিন মার্কুয়েজ
(d) উপরের কেউ নয়
Question 3.
কে চামেলি দেবি জইন পুরস্কার 2018 পেল ?
(a) প্রিয়াঙ্কা দুবে
(b) নেহা চৌহান
(c) ভাকরা দত্ত
(d) নিধি রাজদান
Question 4.
Kane Tanaka সম্প্রতি পৃথিবীর সব থেকে বৃদ্ধ জীবিত মহিলার মর্যাদা পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর দ্বারা। Kane Tanaka কোন দেশের অধিবাসী ?
(a) চীন 00
(b) জাপান
(c) উত্তর কোরিয়া
(d) দক্ষিণ কোরিয়া
Question 5.
কে সম্প্রতি Yaswantrao Chavan National Award জিতলেন ?
(a) Raghuram Rajan
(b) Aruna Sundarajan
(c) P. Chidambaram
(d) Sundar Pichai
Question 6.
Maharana Pratap : the invincible warrior বইটি কার লেখা ?
(a) Anita Ram
(b) Rima hooja
(c) Sashi Tharur
(d) Jhumpa Lahiri
Question 7.
কোন দল সৈয়দ মোস্তাক আলী ট্রফি জিতল ?
(a) পাঞ্জাব
(b) রাজস্থান
(c) মহারাষ্ট্র
(d) কর্ণাটক
Question 8.
2018 ব্যাস সম্মান কে পেলেন ?
(a) কমলেশ নীলকান্ত
(b) বিনোদ কুমার
(c) পবন চতুর্বেদী
(d) লিলাধার জাগুরী
Question 9.
সম্প্রতি কাজাকিস্তান তার রাজধানী আস্তানার নাম বদল করে কি রাখল ?
(a) নুরসুলতান
(b) সুলতান ই নুর
(c) বিজিভাকো
(d) দামিতোভ
Question 10.
Uncle Olympics কাকে বলা হয় ?
(a) Naotoshi Yamada
(b) Xi pien chang
(c) Robert Bokavo
(d) Nemiee Osjani
Question 11.
2018 Templeton Prize 2019 কে জিতলেন ?
(a) Avinab Giri
(b) Marcelo Gleiser
(c) Andro Markuetz
(d) Ravi Sharma
Question 12.
MITRA SHAKTI – VI সামরিক মহড়া টি কোন কোন দেশের মধ্যে সংঘটিত হচ্ছে ?
(a) ভারত ও নেপাল
(b) চীন ও পাকিস্তান
(c) ভারত ও বাংলাদেশ
(d) ভারত ও শ্রীলঙ্কা
Question 13.
SAFF ( South Asian football federation) women’s championship কোন দেশ জিতল ?
(a) ভারত
(b) শ্রীলংকা
(c) নেপাল
(d) বাংলাদেশ
Question 14.
কে সম্প্রতি ভারতের বাস্কেটবল টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন ?
(a) Ramesh Singh
(b) Veselin Matic
(c) Dark manual
(d) Ravi balan
Question 15.
ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রথম জাহাজ কোনটি ?
(a) নতুন গঙ্গা
(b) আর ভি বেঙ্গল গঙ্গা
(c) ইন্দো বাংলা
(d) ওপরের কোনোটিই নয়
Question 16.
সম্প্রতি PolicyX.comএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?
(a) সুরেশ রায়না
(b) বীরেন্দ্র শেওয়াগ
(c) বিরাট কোহলি
(d) মহেন্দ্র সিং ধোনি
Question 17.
কে প্রথম মহিলা ক্রিকেট খেলোয়াড় হলেন যিনি 200 টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ?
(a) মিতালি রাজ
(b) স্মৃতি মন্ধনা
(c) হরমনপ্রীত কৌর
(d) পুনাম রাউট
Question 18.
International conference ‘PETROTECH-2019’ কোথায় হল ?
(a) মুম্বাই
(b) নিউ দিল্লি
(c) কলকাতা
(d) পুনে
Question 19.
সম্প্রতি NCC এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ?
(a) ইন্দর কুমার সাইনি
(b) রাজীব চোপড়া
(c) হরমনপ্রীত কৌর
(d) সঞ্জয় শর্মা
Question 20.
National girl child day 2019 কবে পালন করা হলো ?
(a) 23 জানুয়ারি
(b) 24 জনুয়ারি
(c) 25 জনুয়ারি
(d) 26 জনুয়ারি
Question 21.
কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামের উদ্বোধন করা হলো ?
(a) পুনে
(b) নিউ দিল্লি
(c) হায়দ্রাবাদ
(d) কলকাতা
Question 22.
Global competitive index এ ভারতের র্যাঙ্ক কত ?
(a) 72
(b) 80
(c) 100
(d) 44
Question 23.
Pakke Paga Hornbill Festival কোন রাজ্যের উৎসব ?
(a) অরুণাচল প্রদেশ
(b) মধ্যপ্রদেশ
(c) ঝাড়খন্ড
(d) নাগাল্যান্ড
Question 24.
সম্প্রতি নরেন্দ্র মোদী কোথায় ডক্টর বিক্রম সারাভাই এর মূর্তি উন্মোচন করলেন ?
(a) আমেদাবাদ
(b) শ্রী হরি কোটা
(c) বিশাখাপত্তনম
(d) কোচি
Question 25.
Woman’s voice Award কে জিতলেন ?
(a) লরা গ্রে
(b) আলিকশা কম্বো
(c) রঞ্জনি মুরালি
(d) এদের কেউ নন
Question 26.
UNESCO কোন শহরকে world capital of architecture for 2020 নামে চিহ্নিত করলো ?
(a) Salvador
(b) Rio de Janeiro
(c) Brasillia
(d) Fortaleza
Question 27.
Laureus Sportsman of the Year Award কে সবচেয়ে বেশি বার জিতল ?
(a) লিওনেল মেসি
(b) রজার ফেডেরার
(c) ক্রিশ্চিয়ানো রোনালদো
(d) লুকা মড্রিক
Question 28.
Shaurya Award for students দেবার কথা কোন রাজ্য সরকার ঘোষণা করল ?
(a) উত্তর প্রদেশ
(b) হরিয়ানা
(c) কেরালা
(d) মহারাষ্ট্র
Question 29.
ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিল ?
(a) মৌসুমী চ্যাটার্জি
(b) মিঠুন চক্রবর্তী
(c) বুদ্ধদেব দাশগুপ্ত
(d) শুভাশিস মুখার্জী
Question 30.
কেন্দ্রীয় সরকার নিচের কোন কোন রাজ্যে defence Industrial Corridor প্রতিষ্ঠা করল ?
(a) অন্ধপ্রদেশ, তামিলনাড়ু
(b) তামিলনাড়ু, উত্তর প্রদেশ
(c) পশ্চিমবঙ্গ, কর্ণাটক
(d) উত্তরাখণ্ড, মহারাষ্ট্র
If you like this current affairs quiz in Bengali then Must share with your friends and if there is any doubt then please mention in the comment box.
আরও কিছু wbpsc clerkship পরীক্ষার জিকে
wbpsc clerkship exam এর জন্য আমাদের YouTube channel এ প্রতিদিন রাত ৮.৩০ এ মক টেস্ট দিন।
SUBSCRIBE our YouTube channel Knowledge Account - CLICK HERE