Check out the Nobel Prize winners 2019 full list & Nobel Prize 2019 facts in Bengali. American Indian Esther Duflo is in the Nobel Prize winners list 2019.
Nobel Prize winners list 2019 |
Nobel Prize winners list 2019 in Bengali
- Physiology or Medicine - উইলিয়াম জি ক্যালিন জুনিয়র, স্যার পিটার জে রেটক্লিফ, গ্রেগ এল সেমেনজা
- পদার্থবিদ্যা (Physics) - জেমস পিলস, মিসেল মেয়র, দিদিয়ের কোয়েলোজ
- অর্থনীতি (Economics) - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডাফলো, মাইকেল ক্রেমার
- সাহিত্য (Literature) - পিটার হান্দকে
- রসায়ন (Chemistry)- আকিরা ইয়োশিনো, মি স্ট্যানলি হুইটিংহ্যাম, জন বি গুডএনাফ
- শান্তি (Peace) - আবি আহমেদ আলি
Nobel Prize in 2019
Question 1.
2019 সালে physiology or medicine এতে কাদের নোবেল পুরস্কার দেওয়া হয় ?
(a) উইলিয়াম জি ক্যালিন জুনিয়র
(b) স্যার পিটার জে রেটক্লিফ
(c) গ্রেগ এল সেমেনজা
(d) উপরের সবকটি
Question 2.
2019 সালে নিম্নের কোন কোন ব্যক্তি physics এ নোবেল পুরস্কার পান ?
(a) জেমস পিলস,
(b) মিসেল মেয়র
(c) দিদিয়ের কোয়েলোজ
(d) উপরের সবকটি
Question 3.
নিম্নলিখিতগুলির মধ্যে কে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ?
(a) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
(b) এস্থার ডাফলো
(c) মাইকেল ক্রেমার
(d) উপরের সবাই
Question 4.
2019 সালে নিম্নের কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ?
(a) ডেভিড রিচার্ডসন
(b) পিটার হান্দকে
(c) লুবিন অ্যাডাম
(d) ওলগা টোকারজুক
Question 5.
2019 সালে নিম্নের কোন কোন ব্যক্তি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ?
(a) আকিরা ইয়োশিনো
(b) মি স্ট্যানলি হুইটিংহ্যাম
(c) জন বি গুডএনাফ
(d) উপরের সবকটি
Question 6.
2019 সালে শান্তিতে কে নোবেল পুরস্কার পেলেন ?
(a) রিচার্ড ডেভিডসন
(b) গ্রেটা থানবার্গ
(c) ডেভিস মেলপ্যাও
(d) আবি আহমেদ আলি
Question 7.
নীচের কে নোবেল পুরষ্কার এবং ভারতরত্ন দুটোই পুরষ্কার পেয়েছে ?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) এপিজে আবদুল কালাম
(c) মাদার টেরিজা
(d) মহাত্মা গান্ধী
Question 8.
নিম্নের কোন ব্যক্তি 17 বছর বয়সে নোবেল পুরস্কার পান ?
(a) এইচ রবাট হরভিচ
(b) জনে সুলতান
(c) মালালা ইউসুফজাই
(d) মাদার টেরিজা
Question 9.
নিম্নের কোন আমেরিকার প্রেসিডেন্ট শান্তির নোবেল পুরস্কার পান ?
(a) ডোনাল্ড ট্রাম্প
(b) বারাক ওবামা
(c) জর্জ বুশ
(d) ব্লিন ক্লিলটোন
Question 10.
বারাক ওবামা কত সালে নোবেল পুরস্কার পান ?
(a) 2014 সালে
(b) 2011 সালে
(c) 2010 সালে
(d) 2009 সালে
Question 11.
ভারতের কোন ব্যক্তি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান ?
(a) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) জীবনানন্দ দাশ
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Question 12.
2018 সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি ?
(a) ভৌত বিজ্ঞান
(b) রসায়ন
(c) অর্থনীতি
(d) সাহিত্যে
Question 13.
ভারতের কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পান ?
(a) ইন্দিরা গান্ধী
(b) মাদার টেরিজা
(c) প্রতিভা প্যাটেল
(d) মাতঙ্গিনী হাজরা
Question 14.
মাদার টেরিজা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান ?
(a) 1978 খ্রিস্টাব্দের
(b) 1971 খ্রিস্টাব্দে
(c) 1970 খ্রিস্টাব্দে
(d) 1979 খ্রিস্টাব্দে
Question 15.
নোবেল প্রাইজ কোন বছর থেকে দেওয়া চালু হয় ?
(a) 1902 সালে
(b) 1901 সালে
(c) 1910 সালে
(d) 1911 সালে
Question 16.
নোবেল প্রাইজ কোথা থেকে দেওয়া হয় ?
(a) নরওয়ে
(b) জার্মানি
(c) সুইডেন
(d) সুইজারল্যান্ড
Question 17.
Nobel Peace prize কোন দেশ থেকে দেওয়া হয় ?
(a) সুইডেন
(b) নরওয়ে
(c) সৌদি আরব
(d) আমেরিকা
Question 18.
2014 সালের নিম্নের কোন ভারতীয় ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন ?
(a) আব্দুল কালাম
(b) কৈলাস সত্যার্থী
(c) অমর্ত্য সেন
(d) অমিতাভ ঘোষ
Question 19.
অমর্ত্য সেন কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান ?
(a) 1998 খ্রিস্টাব্দে
(b) 1990 খ্রিস্টাব্দে
(c) 1999 খ্রিস্টাব্দে
(d) 1998 খ্রিস্টাব্দে
Question 20.
2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন ?
(a) জেকক রিচার্ডসন
(b) ওলগা টোকারজুক
(c) জেমস অ্যান্ডারসন
(d) জিমি রিচার্ডসন
Question 21.
সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পান ?
(a) 1930 সালে
(b) 1935 সালে
(c) 1930 সালে
(d) 1931 সালে
Question 22.
ভারতের প্রথম কোন ব্যক্তি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ?
(a) সিভি রমন
(b) এস চন্দ্রশেখর
(c) ভি রামাকৃষ্ণন
(d) অমর্ত্য সেন
Question 23.
এস চন্দ্রশেখর রাও কত সালে পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার পান ?
(a) 1980 সালে
(b) 1983 সালে
(c) 1953 সালে
(d) 1970 সাল
Question 24.
রসায়নে অসামান্য অবদানের জন্য নিম্নের কোন ভারতীয় ব্যক্তি 2009 সালে নোবেল পুরস্কার পান ?
(a) সিভি রমন
(b) ভেঙ্কটেশ্বর রাও
(c) ভী রামাকৃষ্ণন
(d) অরুণ ত্রিবেদী
Question 25.
নোবেল পুরষ্কারে মোট পুরস্কার মূল্য কত ?
(a) 2.11 মিলিয়ন আমেরিকান ডলার
(b) 8.11 মিলিয়ন আমেরিকান ডলার
(c) 9.11 মিলিয়ন আমেরিকান ডলার
(d) 1.1 মিলিয়ন আমে রিকান ডলার
Question 26.
নোবেল পুরস্কার এ যে পদকটি দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে ?
(a) 175 গ্রাম
(b) 129 গ্রাম
(c) 196 গ্রাম
(d) 209 গ্রাম
Question 27.
অমর্ত্য সেন নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান ?
(a) economitrict
(b) Development economics
(c) monetary economics
(d) welfare economics
Question 28.
নিম্নের কোন ব্যক্তিগণ 2014 সালে শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন ?
(a) পল এল মোডরিচ এবং আজিজ সানকার
(b) কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফজাই
(c) সার্জ হ্যারোচ এবং ডেভিড জে ওয়াইনল্যান্ড
(d) অ্যালভিন ই রথ এবং লয়েড এস শাপেলি
*Right answer : b not a
Question 29.
অর্থনীতির নোবেল পুরষ্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল নিম্মের কোথা থেকে ?
(a) Sweden Central Bank
(b) Alfred Nobel
(c) Norway Central Bank
(d) Nobel committee
Question 30.
নিম্নের কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ?
(a) ওয়াশিংটন
(b) ব্রুসেলস
(c) ওসলো
(d) বার্লিন
Question 31.
নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না ?
(a) mathematics
(b) medicine
(c) physics
(d) chemistry
Question 32.
নিন্মের কোন ভারতীয় বায়োলজিস্ট নোবেল পুরস্কার পায় ?
(a) থিওফ্রাস্টাস
(b) হরগোবিন্দ খোরানা
(c) মেন্ডেলিফ
(d) জগদীশচন্দ্র বোস
Question 33.
astrophysics এর জন্য কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পান ?
(a) জগদীশচন্দ্র বসু
(b) সি ভি রমন
(c) বিক্রম সারাভাই
(d) অধ্যাপক চন্দ্রশেখর
Question 34.
the International Committee of the Red Cross কতবার নোবেল পুরস্কার পান ?
(a) দুইবার
(b) তিনবার
(c) চারবার
(d) একবার
Question 35.
নিম্নের কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল ?
(a) জন বার্ডেন
(b) জিন-পল সার্ত্রে
(c) ওলগা টোকারচুক
(d) মাদার টেরিজা
Question 36.
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন ?
(a) atom bomb
(b) dynamite
(c) nuclear weapon
(d) satellite launching machine
Question 37.
নিম্নের কোন ব্যক্তি প্রথম ভৌত বিজ্ঞানে নোবেল পুরস্কার পান ?
(a) সি ভি রমন
(b) উইলহেম রন্টজেন
(c) থমাস আলভা এডিসন
(d) লর্ড রে লাই
Question 38.
নিম্নের কোন ব্যক্তি প্রথম রসায়নে নোবেল পুরস্কার পান ?
(a) হারমান এমিল ফিচার
(b) জেকবস এইচ ব্যান্ড হফ
(c) এডওয়ার্ড বুচনার
(d) স্যার উইলিয়াম রামসয়
Question 39.
নিম্নের কোন ব্যক্তি প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান ?
(a) কৈলাস সত্যার্থী
(b) মালালা ইউসুফজাই
(c) মাদার টেরিজা
(d) ডাক্তার হরগোবিন্দ খোরানা
Question 40.
নিম্নের কোন ভাষায় সাহিত্যে বেশি নোবেল পুরস্কার পেয়েছে ?
(a) English
(b) Portuguese
(c) German
(d) French
Question 41.
সিভি রমন নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান ?
(a) Sonometer
(b) light scattering
(c) radioactivity
(d) cryogenics
Question 42.
নোবেল শান্তি পুরস্কার বাদ দিয়ে আর যেসব ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় তা নিন্মের কোন শহর থেকে দেওয়া হয় ?
(a) ওসলো
(b) স্টকহোম
(c) ওয়াশিংটন ডিসি
(d) ওসাকা
Question 43.
কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া চালু হয় ?
(a) 1969 সালে
(b) 1950 সালে
(c) 1991 সালে
(d) 1970 সালে
Question 44.
নোবেল পুরস্কার নিম্নের কোন ব্যক্তির নাম অনুসারে দেওয়া হয় ?
(a) রিচার্ড নোবেল
(b) আলফ্রেড বানহার্ড নোবেল
(c) রিকার্ডো নোবেল
(d) রিচার্ড জনসন
Question 45.
প্রত্যেক বছর কোন দিনে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
(a) 10 ডিসেম্বর
(b) 31 নভেম্বর
(c) 9 সেপ্টেম্বর
(d) 0000
Question 46.
ভৌত বিজ্ঞানে এখনো পর্যন্ত কতগুলো মহিলা নোবেল পুরস্কার পেয়েছে ?
(a) একজন
(b) দুজন
(c) তিনজন
(d) চারজন
Question 47.
নিম্নলিখিতগুলির মধ্যে কারা দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
(a) আইজ্যাক নিউটন
(b) মাদাম কুরি
(c) আলবার্ট আইনস্টাইন
(d) অধ্যাপক চন্দ্রশেখর
আরও
কিছু wbpsc clerkship পরীক্ষার জিকে
wbpsc
clerkship exam এর জন্য
আমাদের YouTube channel এ প্রতিদিন রাত ৮.৩০ এ মক টেস্ট দিন।
SUBSCRIBE our YouTube channel Knowledge Account - CLICK HERE