বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-1

Indian constitution MCQ questions and answers in Bengali Part-1

Indian constitution MCQ questions and answers 

ভারতের সংবিধান 

WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D ইত্যাদির মতো যেকোনো প্রতিযোগিতামুলক পরীক্ষার  জন্য  ভারতের সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা  অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা জানি ভারতের সংবিধানের প্রস্তাবনা, ভারতের সংবিধানের বিভিন্ন ধারার বৈশিষ্ট্য যেমন - ভারত ইউনিয়ন ও তার ভু-খণ্ড, ভারতের নাগরিকত্ব, মৌলিক অধিকারসমূহ, মৌলিক কর্তব্যসমূহ,নির্দেশমূলক নীতিসমূহ,ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা, ভারতের কেন্দ্রের শাশনবিভাগ, ভারতের কেন্দ্রের আইনবিভাগ, ভারতের রাজ্যের শাশনবিভাগ, ভারতের রাজ্যের আইনবিভাগ, ভারতবর্ষের বিচারব্যাবস্থা, ভারতবর্ষে ইউনিয়ন এলাকাসমূহের প্রশাসন তপশিলি এলাকা ও উপজাতি এলাকার প্রশাসন, ভারতবর্ষের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতবর্ষের আমলাতন্ত্র ও রাষ্ট্র কৃত্যক কমিশনসমূহ,ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন, ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ, ভারতবর্ষের সরকারি ভাষাসমূহ,ভারতবর্ষে বিভিন্ন জরুরি অবস্থা মূলক সাংবিধানিক ধারা সমূহ, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি এবং বিভিন্ন সংবিধান সংশোধনী,, ভারতের রাজনীতি ও ধর্ম, ভারতের বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি এছাড়া ভারতবর্ষের মানবাধিকার আন্দোলন এবং ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থার পর্যালোচনা ইত্যাদি প্রতিটি বিষয় থেকে এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলোতে প্রশ্ন আসে সেই জন্য Knowledge Account তোমাদের জন্য খুব যত্ন সহকারে ভারতীয় সংবিধান থেকে একগুচ্ছ MCQ প্রশ্ন উত্তরের SET এর ব্যবস্থা করেছে
 
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-1
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-1

Indian constitution MCQ questions and answers in Bengali Part-1

এই  পোস্ট  এ তোমাদের মোট 30 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে দেওয়া হল। পরবর্তী পোস্ট গূলোতে  তোমরা আরও বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভারতের সংবিধান বা INDIAN CONSTITUTION থেকে পাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যেও, পরীক্ষাহলে তোমায় অনেক সাহায্য করবে।



Indian constitution 

 MCQ questions and answers in Bengali 
Part-1


Question 1.
পার্লামেন্টের পাবলিক অ‍্যাকাউন্টস কমিটির মিটিং পরিচালনা করেন-
      (a) অ্যাটর্নি জেনারেল
      (b) সলিসিটর জেনারেল
      (c) ক‍্যাগ
      (d) অর্থমন্ত্রী

Question 2.
নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত নয় ?
      (a) ফৌজদারি দণ্ডবিধি
      (b) কারাগার
      (c) পুলিশ
      (d) আইন ব্যবস্থা

Question 3.
রাজ্যে কোন কক্ষে অর্থবিল আনা হয় ?
      (a) যে কোন কক্ষে
      (b) কেবল বিধানসভায়
      (c) কেবল বিধানপরিষদে
      (d) উভয় কক্ষে

Question 4.
ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন ?
      (a) ১ বার
      (b) ২ বার
      (c) ৩ বার
      (d) ৪ বার

Question 5.
ভারতের রাষ্ট্রপতি কে তারপর থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে
      (a) রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য
      (b) অসততার জন্য
      (c) সংবিধান বিরোধী কার্যের জন্য
      (d) কার্যে অদক্ষতার জন্য

Question 6.
নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই ?
      (a) অসম
      (b) কেরল
      (c) নাগাল্যান্ড
      (d) ত্রিপুরা


Question 7.
কে সংসদের সদস্য না হয়েও অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন ?
      (a) প্রধান বিচারপতি
      (b) উপরাষ্ট্রপতি
      (c) অডিটর জেনারেল
      (d) অ্যাটর্নি জেনারেল


Question 8.
কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র কৃত্যক কর্মীদের পদচ্যুতি ঘটে ?
      (a) ভারত
      (b) ইউ এস এ
      (c) ইংল্যান্ড
      (d) কোনটাই নয়


Question 9.
রাজ্যের রাজ্যপাল কতজন সদস্য কে রাজ্যে বিধানসভায় মনোনীত করতে পারেন ?
      (a) ১ জন
      (b) ২ জন
      (c) ৩ জন
      (d) ৪ জন


Question 10.
কে উপরাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশিদিন আসীন ছিলেন ?
      (a) সর্বপল্লী রাধাকৃষ্ণণ
      (b) ডক্টর জাকির হোসেন
      (c) ভি ভি গিরি
      (d) কেউ নয়


Question 11.
ভারতীয় সংবিধানের কোন তফসিলে দল ব্যবস্থা স্বীকৃত ?
      (a) দশম
      (b) একাদশ
      (c) দ্বাদশ
      (d) নবম

Question 12.
কোন লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছিল ?
      (a) অষ্টম
      (b) নবম
      (c) দশম
      (d) একাদশ

Question 13.
বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদ কাল -
      (a) দুই বছর
      (b) তিন বছর
      (c) চার বছর
      (d) ছয় বছর

Question 14.
ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ধারণার উৎস -
      (a) ফ্রান্স
      (b) রাশিয়া
      (c) আমেরিকা
      (d) ব্রিটেন

Question 15.
অষ্টম তফসিলে প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল ?
      (a) 12 টি
      (b) 14 টি
      (c) 13 টি
      (d) 22 টি

Question 16.
দেশের প্রথম অ-কংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন নিম্নের কে?
      (a) মোরারজি দেশাই
      (b) দেব গৌড়া
      (c) রাজেন্দ্র প্রসাদ
      (d) চরণ সিং

Question 17.
ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
      (d) প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি

Question 18.
গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন নিম্নের কে ?
      (a) ফজলুল হক
      (b) আম্বেদকর
      (c) গান্ধীজী
      (d) বি এন রাও

Question 19.
ভারতে সরকারি চাকরির পদ সৃষ্টি করতে পারে নিম্নের কে ?
      (a) লোকসভা
      (b) রাজ্যসভা
      (c) রাষ্ট্রপতি
      (d) ইউ পি এস সি

Question 20.
লোকসভা অধিবেশন বছরে ন্যূনতম কত বার হয় ?
      (a) একবার
      (b) দুই বার
      (c) তিনবার
      (d) চারবার

Question 21.
ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম কি ?
      (a) পাবলিক অ‍্যাকাউন্টস কমিটি
      (b) এস্টিমেট কমিটি
      (c) পিটিশনস কমিটি
      (d) পাবলিক অ‍্যান্ডার টেকিং কমিটি 
                                                                                                                     

Question 22.
কত তম সংবিধান সংশোধনী অনুসারে ভারতীয় নাগরিকদের ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে ?
      (a) 59 তম
      (b) 60 তম
      (c) 62 তম
      (d) 61 তম

Question 23.
কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন ?
      (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
      (b) ভি ভি গিরি
      (c) এইচডি শর্মা
      (d) সর্বপল্লী রাধাকৃষ্ণণ

Question 24.
ভারতের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) মন্ত্রিপরিষদ
      (d) উপরাষ্ট্রপতি নিজে

Question 25.
ভারতের সংসদের অংশগুলি হল ?
      (a) লোকসভা ও রাজ্যসভা
      (b) রাষ্ট্রপতি ,লোকসভা ও রাজ্যসভা
      (c) রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা ও প্রধান নির্বাচন কমিশন
      (d) লোকসভা রাজ্যসভা ও ভারতের প্রধান বিচারক

Question 26.
রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন নিম্নের কে ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) মন্ত্রিপরিষদ
      (d) উপরাষ্ট্রপতি নিজে

Question 27.
ভারতের সংসদের অংশগুলি হল ?
      (a) লোকসভা ও রাজ্যসভা
      (b) রাষ্ট্রপতি ,লোকসভা ও রাজ্যসভা
      (c) রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা ও প্রধান নির্বাচন কমিশন
      (d) লোকসভা রাজ্যসভা ও ভারতের প্রধান বিচারক

Question 28.
রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন নিম্নের কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) লোকসভার অধ্যক্ষ
      (c) রাজ্যসভার সভাপতি
      (d) সংসদ বিষয়ক মন্ত্রী

Question 29.
ভারতীয় সংবিধানের 19 নং ধারার বিষয়বস্তু হল নিম্নের কোনটি ?
      (a) সাম্যের অধিকার
      (b) শোষণের বিরুদ্ধে অধিকার
      (c) ধর্মীয় স্বাধীনতার অধিকার
      (d) উপরের সবকটি

Question 30.
রাজ্যের প্রধান বিচারালয় এর মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন ?
      (a) রাজ্যের রাজ্যপাল
      (b) ভারতের রাষ্ট্রপতি
      (c) রাজ্যের মুখ্যমন্ত্রী
      (d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


পরের পাতায় যাওয়ার আগে ঝালিয়ে নাও -

পরীক্ষার জন্য আরও কিছু (অতিরিক্ত) গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর  :-


পাবলো পিকাসো কোথাকার ব্যক্তি ?

স্পেন

Glimpses of world history কার লেখা ?
জহরলাল নেহেরু

ভারতের কোন রাজ্যের মানুষরা নেপালি ভাষাতে কথা বলে ?
সিকিম

কোন জার্মান রাজনীতিবিদ এক লাখ ইহুদি জাতিকে হত্যা করেছিল ?
অ‍্যাডলফ হিটলার

1982 সালের অস্কার জয়ী গান্ধী ছবিতে গান্ধীর ভূমিকায় কে অভিনয় করেন ?
বেন কিংসলি

Ignited Minds বইটির লেখক কে ?
ডঃপি জে আবদুল কালাম

তাজমহলের ভিতরে যে বাগান আছে তার নাম কি ?
মুঘল গার্ডেন

The Broken Wings কার লেখা ?
সরোজিনী নাইডু

The taste of my life কার লেখা ?
যুবরাজ সিং

    1   3   4   5   6    Next >>>

তোমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও পড়তে পারো।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর MCQ প্রশ্নোত্তর 


Current Affairs : February – 2019




Current Affairs : January – 2019





Current Affairs : December – 2018





আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স