রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-12

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-12



Are you searching for study materials for WBCS, WBPSC, WBPOLICE, Railway Group-D or Railway-NTPC ? Here Knowledge Account is providing you a set of Indian constitution : MCQ questions and answers in Bengali. Previously 300 questions were covered from Constitution of India . Now it is Part-12. So lets get the questions and make your preparation unbeatable.

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-12
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-12




Indian constitution 

MCQ questions and answers in Bengali 

Part-12


Question 331.
ভারতের নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে শুধুমাত্র ?
      (a) লোকসভার
      (b) শুধুমাত্র রাজ্যসভার
      (c) পার্লামেন্টের
      (d) রাষ্ট্রপতির

Question 332.
যেকোনো ধরনের জরুরি অবস্থা ঘোষণা কে অবশ্যই অনুমোদিত হতে হয় ?
      (a) কেবল লোকসভায়
      (b) কেবল রাজ্যসভায়
      (c) লোকসভা ও রাজ্যসভা ও রাজ্য বিধানসভায়
      (d) লোকসভা ও রাজ্যসভায়

Question 333.
লোকসভার সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে সভার কাজ পরিচালনা করার দায়িত্ব রয়েছে ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রীর
      (c) বিরোধী দলনেতা বা নেত্রীর
      (d) অধ্যক্ষের

Question 334.
কোন রাজ্যের বাজেট বিধানসভায় প্রত্যাখ্যাত হলে পদত্যাগ করতে বাধ্য থাকেন নিম্নের কে ?
      (a) রাজ্যপাল
      (b) মুখ্যমন্ত্রী
      (c) সমগ্র মন্ত্রিসভা
      (d) অধ্যক্ষ বা স্পিকার

Question 335.
ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল-
      (a) খন্ডিত
      (b) অখন্ড
      (c) দ্বৈত
      (d) যুক্তরাষ্ট্রীয়

Question 336.
বিচারপতিদের পদচ্যুত করে সরকারের কোন বিভাগ ?
      (a) শাসন বিভাগ
      (b) আইন বিভাগ
      (c) বিচার বিভাগ
      (d) কোনোটিই নয়


Question 337.
সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন নিম্নের কিসের দ্বারা ?
      (a) আইন বিভাগ এর দ্বারা
      (b) শাসন বিভাগের দ্বারা
      (c) বিচার বিভাগের দ্বারা
      (d) জনগণের দ্বারা


Question 338.
ভারতের সংবিধানের ব্যাখ্যা কর্তা হল কে ?
      (a) সুপ্রিমকোর্ট
      (b) হাই কোর্ট
      (c) লোক আদালত
      (d) অধস্তন আদালত


Question 339.
সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রের সংখ্যা হল কটি ?
      (a) দুইটি
      (b) তিনটি
      (c) চারটি
      (d) পাঁচটি


Question 340.
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন হ্রাস হয় নিম্নের কোন ধারা প্রয়োগ হলে ?
      (a) 352 নং ধারা প্রয়োগ হলে
      (b) 356 নং ধারা প্রয়োগ হলে
      (c) 360 নং ধারা প্রয়োগ হলে
      (d) 355 নং ধারা প্রয়োগ হলে


Question 341.
রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসা করেন নিম্নের কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) আইনমন্ত্রী
      (c) সুপ্রিম কোর্ট
      (d) হাই কোর্ট

Question 342.
প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা আছে সংবিধানের কোন নং ধারায় ?
      (a) 210 নং ধারায়
      (b) 214 নং ধারায়
      (c) 215 নং ধারায়
      (d) 220 নং ধারায়

Question 343.
রাজ্যের সর্বোচ্চ আদালত হলো নিম্নের কোনটি ?
      (a) সুপ্রিম কোর্ট
      (b) লোক আদালত
      (c) হাইকোর্ট
      (d) ক্রেতা সুরক্ষা আদালত

Question 344.
রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ করেন কত বছরের জন্য ?
      (a) এক বছরের জন্য
      (b) দুই বছরের জন্য
      (c) তিন বছরের জন্য
      (d) পাঁচ বছরের জন্য

Question 345.
মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কটি লেখ জারি করে ?
      (a) তিনটি
      (b) চারটি
      (c) পাঁচটি
      (d) সাতটি

Question 346.
স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন নিন্মের কে ?
      (a) হরিলাল কানিয়া
      (b) ফতেমা বিবি
      (c) কে জি বালাকৃষ্ণন
      (d) পি সদাশিবম

Question 247.
সুপ্রিম কোর্টের বিচারকদের পদচ্যুত করা হয় কিসের দ্বারা ?
      (a) স্বেচ্ছায়
      (b) ক্যাবিনেটের পরামর্শে
      (c) সংসদে ইমপিচমেন্ট এর মাধ্যমে
      (d) জনগণের দ্বারা

Question 348.
ভারতের শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার কথা সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে ?
      (a) 4 নং ধারা
      (b) 42 নং ধারা
      (c) 45 নং ধারা
      (d) 50 নং ধারা

Question 349.
ভারতের দরিদ্র ব্যক্তিরা যাতে বিনা ব্যয়ে আইনের সাহায্য পেতে পারে তার জন্য সংবিধানের কততম সংশোধন করা হয় ?
      (a) 40 তম
      (b) 41 তম
      (c) 42 তম
      (d) 43 তম

Question 350.
কত সালের আইনে বলা হয় যে ভারতের সুপ্রিমকোর্ট 1 জন প্রধান বিচারপতি ও 30 জন বিচারপতি নিয়ে গঠিত হবে ?
      (a) 2008 সালে
      (b) 2009 সালে
      (c) 2010 সালে
      (d) 2011 সালে

Question 351.
ভারতের মূখ্য নির্বাচণ কমিশনারের মেয়াদ কত বছর ?
      (a)
      (b)
      (c)
      (d)

Question 352.
রাষ্ট্রপতি পদচ্যুত বিষয়টি আছে সংবিধানের কত নম্বর ধারায় ?
      (a) 55 নং ধারায়
      (b) 61 নং ধারায়
      (c) 74 নং ধারায়
      (d) 75 নং ধারায়

Question 353.
রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন কত বছর অন্তর ?
      (a) 5 বছর অন্তর
      (b) 7 বছর অন্তর
      (c) 8 বছর অন্তর
      (d) 10 বছর অন্তর

Question 354.
ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে নিম্নের কার হাতে ?
      (a) প্রধানমন্ত্রীর হাতে
      (b) স্পিকারের হাতে
      (c) রাষ্ট্রপতির হাতে
      (d) অর্থমন্ত্রী হাতে

Question 355.
রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত দিন ?
      (a) 6 সপ্তাহ
      (b) 7 সপ্তাহ
      (c) 8 সপ্তাহ
      (d) 10 সপ্তাহ

Question 356.
রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা অর্পিত আছে সংবিধানের কত নম্বর ধারায় ?
      (a) 51 ধারায়
      (b) 53 ধারায়
      (c) 54 ধারায়
      (d) 55 ধারায়

Question 357.
ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি গৃহিত হয়েছে ?
      (a) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
      (b) বিট্রেনের সংবিধান থেকে
      (c) জার্মানি সংবিধান থেকে
      (d) কানাডার সংবিধান থেকে

Question 358.
রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন ?
      (a) রাষ্ট্রপতি
      (b) রাজ্যপাল
      (c) প্রধানমন্ত্রী
      (d) মুখ্যমন্ত্রী

Question 359.
ভারতের রাষ্ট্রপতির পদ প্রার্থীর নাম কমপক্ষে কতজন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত হতে হয় ?
      (a) 30
      (b) 40
      (c) 50
      (d) 60

Question 360.
ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর প্রয়োজন ?
      (a) অর্ধেক
      (b) এক তৃতীয়াংশ
      (c) এক চতুর্থাংশ
      (d) এক পঞ্চমাংশ

  <<<Previous   11  12  13  14  15    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

73 তম সংবিধান সংশোধন আইন এর নীতি :

 এই আইনে পঞ্চায়েত ব্যবস্থা কে পূর্ণ সাংবিধানিক মর্যাদা দান করা হয়েছে।সংশোধনী আইনের সমস্ত রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সারা ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ আছে। এই তিনটি স্তর হল গ্রাম অঞ্চল ও জেলা স্তর।প্রতি পঞ্চায়েত এলাকায় প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে

প্রত্যেক এলাকায় জনসংখ্যা অনুপাতে তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের নির্দেশ আছে।
তিন ভাগের এক ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে।
প্রতিটি পঞ্চায়েতের কার্যকাল পাঁচ বছর।

প্রতিটি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য একটি রাজ্য নির্বাচন কমিশন গঠনের নির্দেশ আছে। রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনের সভাপতি কে নিযুক্ত করেন।

প্রতিটি রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজে অর্থ সংস্থানের জন্য একটি রাজ্য অর্থ কমিশন গঠনের নির্দেশ আছে। রাজ্যপাল পাঁচ বছরের জন্য অর্থ কমিশন গঠন করবেন।

উন্নয়ন পরিকল্পনার রূপায়নের ব্যাপক দায়িত্ব পঞ্চায়েত ব্যবস্থার উপর প্রদান করা হয়েছে।


পঞ্চায়েতের কাজে জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য গ্রাম সভা গঠন করে বছরে দুবার গ্রামসভার অধিবেশনে পঞ্চায়েতের কার্যাবলী বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণের নির্দেশ রয়েছে।


Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স