রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-11

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-11

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-11 is provided in this post for mainly WBCS, SSC-CGL-SSC,CHSL,WBPSC clerical, UPSC Railway NTPC and RAILWAY Group-D Exams. We have seen what type of questions are asked in those Government examinations. So focusing the new pattern of questions some questions are selected by many experienced teachers. Knowledge Account made it simple by providing those questions in Bengali language.


Indian constitution : MCQ questions and answers in Bengali Part-11
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-11



Indian constitution 

MCQ questions and answers in Bengali 

Part-11


Question 301.
ভারতের নির্বাচন প্রার্থীদের প্রতীক চিহ্ন দেয় কে ?
      (a) কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর
      (b) নির্বাচন কমিশন
      (c) কেন্দ্রীয় মন্ত্রীসভা
      (d) সুপ্রিমকোর্ট

Question .302
ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কার তত্ত্বাবধানে ?
      (a) সুপ্রিম কোর্টের
      (b) নির্বাচন কমিশন এর
      (c) কেন্দ্রীয় সরকারের
      (d) প্রধানমন্ত্রীর সচিবালয়ের

Question 303.
ভারতীয় সংবিধানের কততম সংশোধন অনুযায়ী 2026 সাল পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকবে ?
      (a) 81 তম
      (b) 82 তম
      (c) 83 তম
      (d) 84 তম

Question 304.
ভারতের সংবিধানের 84 তম সংশোধন কত সালে হয় ?
      (a) 2001 সালে
      (b) 2002 সালে
      (c) 2003 সালে
      (d) 2004 সালে

Question 305.
ভারতীয় সংবিধানের 95 তম সংশোধন কত সালে হয় ?
      (a) 2006 সালে
      (b) 2007 সালে
      (c) 2008 সালে
      (d) 2009 সালে

Question 306.
জিরো আওয়ার এর সময়সীমা কত ?
      (a) এক ঘন্টা
      (b) দুই ঘণ্টা
      (c) দেড় ঘন্টা
      (d) আড়াই ঘন্টা


Question 307.
অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায় ?
      (a) লোকসভায়
      (b) রাজ্যসভায়
      (c) সুপ্রিম কোর্টে
      (d) হাইকোর্টে


Question 308.
লোকসভাতে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কত জন সদস্যের সমর্থন প্রয়োজন ?
      (a) 30 জন
      (b) 40 জন
      (c) 50 জন
      (d) 60 জন


Question 309.
মুলতবি প্রস্তাব গ্রহণের জন্য লোকসভায় কমপক্ষে কত জন সদস্যের সম্মতির প্রয়োজন ?
      (a) 30 জন
      (b) 35 জন
      (c) 40 জন
      (d) 50 জন


Question 310.
মুলতবি প্রস্তাব গ্রহণের জন্য রাজ্য বিধানসভায় কমপক্ষে কতজন সদস্যের সম্মতির প্রয়োজন ?
      (a) 20 জন
      (b) 25 জন
      (c) 30 জন
      (d) 40 জন


Question 311.
ভারতের উপরাষ্ট্রপতি হলেন ?
      (a) রাজ্যসভার সভাপতি
      (b) কেন্দ্রীয় মন্ত্রী সভার প্রধান
      (c) কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য
      (d) লোকসভা অধ্যক্ষ

Question 312.
লোকসভার স্পিকার কে নির্বাচিত করেন ?
      (a) লোকসভার নির্বাচিত সদস্য গন
      (b) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
      (c) প্রধানমন্ত্রী
      (d) রাষ্ট্রপতি

Question 313.
সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ?
      (a) রাষ্ট্রপতি
      (b) উপরাষ্ট্রপতি
      (c) লোকসভার স্পিকার
      (d) লোকসভার স্পিকার

Question 314.
সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করেন ?
      (a) রাষ্ট্রপতি
      (b) স্পিকার
      (c) উপরাষ্ট্রপতি
      (d) প্রধানমন্ত্রী

Question 315.
লোকসভায় নির্ণয়ক ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে নিম্নের কার ?
      (a) স্পিকারের
      (b) রাষ্ট্রপতির
      (c) প্রধানমন্ত্রীর
      (d) উপরাষ্ট্রপতির

Question 316.
ভারতীয় পার্লামেন্টের জনপ্রতিনিধি কক্ষের নাম হল ?
      (a) রাজ্যসভা
      (b) বিধানসভা
      (c) বিধান পরিষদ
      (d) লোকসভা

Question 317.
বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান থাকে কত ?
      (a) 4 মাস
      (b) 5 মাস
      (c) 6 মাস
      (d) 10 মাস

Question 318.
রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যোগাযোগ রক্ষা করেন নিম্নের কে ?
      (a) স্পিকার
      (b) মুখ্যমন্ত্রী
      (c) সচিব
      (d) মুখ্য সচিব

Question 319.
অঙ্গ রাজ্যের আইনসভার জনপ্রতিনিধি কক্ষ হলো নিম্নের কোনটি ?
      (a) রাজ্যসভা
      (b) বিধানসভা
      (c) বিধান পরিষদ
      (d) লোকসভা

Question 320.
রাজ্য মন্ত্রিসভা তার কাজকর্মের জন্য প্রত্যক্ষ ভাবে দায়ী থাকে নিম্নের কার কাছে ?
      (a) বিধানসভার কাছে
      (b) রাজ্যসভার কাছে
      (c) বিধান পরিষদ এর কাছে
      (d) স্পিকারের কাছে

Question 321.
রাজ্য আইনসভার সরকারি বিল উত্থাপন করেন কে ?
      (a) স্পিকার
      (b) বিরোধী দলের নেতা
      (c) মন্ত্রীগণ
      (d) রাজ্য আইনসভার যে কোন সদস্য

Question 322.
বিধান পরিষদের ন্যূনতম সদস্য সংখ্যা হবে ?
      (a) 60 জন
      (b) 50 জন
      (c) 45 জন
      (d) 40 জন

Question 323.
বিধানসভার সদস্যগণ কিভাবে নির্বাচিত হয় ?
      (a) রাজ্যপালের দ্বারা মনোনীত
      (b) স্পিকারের দ্বারা মনোনীত
      (c) রাজনৈতিক দলের দ্বারা নির্বাচিত
      (d) জনগনের দ্বারা নির্বাচিত

Question 324.
অর্থবিল এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর ধারায় ?
      (a) 108 নম্বর ধারায়
      (b) 110 নম্বর ধারায়
      (c) 120 নম্বর ধারায়
      (d) 121 নম্বর ধারায়

Question 325.
সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাজ্যপাল বিধানসভায় একজন ইঙ্গ ভারতীয় সদস্য কে মনোনীত করতে পারেন ?
      (a) 330 নম্বর ধারা
      (b) 333 নম্বর ধারা
      (c) 430 নম্বর ধারা
      (d) 433 নম্বর ধারা

Question 326.
সংবিধানের যে ধারা অনুসারে অর্থবিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে রাজ্য সভাতে নয় সেটি হল নিম্নের কোন ধারাটি ?
      (a) 107 নম্বর ধারা
      (b) 108 নম্বর ধারা
      (c) 109 নম্বর ধারা
      (d) 111 নম্বর ধারা

Question 327.
লোকসভায় কতজন সদস্য উপস্থিত হলে কোরাম হয় ?
      (a) মোট সদস্যের এক তৃতীয়াংশ
      (b) মোট সদস্যের অর্ধেক
      (c) মোট সদস্যের এক পঞ্চমাংশ
      (d) মোট সদস্যের এক-দশমাংশ

Question 328.
ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয় ?
      (a) পার্লামেন্ট
      (b) সিনেট
      (c) জাতীয় সভা
      (d) জাতীয় কক্ষ

Question 329.
উপরাষ্ট্রপতি কে অপসারণ করার প্রস্তাব একক ভাবে গ্রহণ করতে পারে নিম্নের কোথায় ?
      (a) রাজ্যসভা
      (b) লোকসভা
      (c) রাষ্ট্রপতি
      (d) সুপ্রিম কোর্ট

Question 330.
সংসদের অধিবেশনে যোগ হওয়া শুরু হয় ?
      (a) অধিবেশনের শুরুতে
      (b) মধ্যাহ্নভোজের বিরতির পর
      (c) প্রশ্ন উত্তর পর্ব এর পর বেলা 12 টায়
      (d) অধিবেশনের শেষ পর্বে

  <<<Previous   10  11  12  13  14  15    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা :

ভারতে প্রাক-ব্রিটিশ যুগের গ্রাম অঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত ছিল। ব্রিটিশ আমলে সে গুলোকে ধ্বংস করা হয় স্বাধীন ভারতে বলবন্ত মেহেতা কমিটি রিপোর্ট অনুসারে পুনরায় পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।পশ্চিমবঙ্গে 1956 সালের পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয় প্রথমে চার স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা হয় যথা গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ।

কিন্তু পশ্চিমবঙ্গে এই চার স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা বিশেষ সফল হয়নি।

1973 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন পঞ্চায়েত আইন পাশ হয় 1974 সালের রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। 1978 সালে ওই আইন অনুসারে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নতুন আইনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত গড়ে তোলা হয়। এই তিনটি স্তর হল - গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ।



Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স