রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-14

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-14


Now a days difficulty level of questions asked in Major Government Exams in India became too much variable. Analyzing this thing Knowledge Account has arranged some important selective and suggestive MCQ questions and answers in Bengali from Constitution of India.In Previous posts we have covered already 390 questions and in this post we are going to cover Indian constitution : MCQ questions and answers in Bengali Part-14. We are focusing on upcoming examinations in 2109 like WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D etc.

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-14
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-14





Indian constitution 

MCQ questions and answers in Bengali 

Part-14


Question 391.
ভারতের কোন অঙ্গ রাজ্যের রাজ্যপাল এর বিরুদ্ধে দেওয়ানী অভিযোগ আনতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয় ?
      (a) দুই মাস
      (b) তিন মাস
      (c) চার মাস
      (d) পাঁচ মাস

Question 392.
রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান বা স্থগিত কে করতে পারেন ?
      (a) মুখ্যমন্ত্রী
      (b) রাজ্য পরিষদীয় মন্ত্রী
      (c) রাজ্যপাল
      (d) রাজ্য বিধানসভার অধ্যক্ষ

Question 393.
ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন ?
      (a) 123 নং ধারা
      (b) 153 নং ধারা
      (c) 154 নং ধারা
      (d) 213 নং ধারা

Question 394.
ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের কোন পদাধিকারী স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
      (d) রাজ্যপাল

Question 395.
ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে ?
      (a) 163 (1) নং ধারা
      (b) 163 ( 2)নং ধারা
      (c) 164 নং ধারা
      (d) 165 নং ধারা

Question 396.
ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না ?
      (a) 162 নং ধারা
      (b) 163(2) নং ধারা
      (c) 164 নং ধারা
      (d) 165 নং ধারা


Question 397.
ভারতীয় সংবিধানের কততম সংশোধনে অনুযায়ী অরুণাচল প্রদেশের রাজ্যপাল এর হাতে সেই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ক্ষমতা অর্পণ করা হয়েছে ?
      (a) 52 তম
      (b) 53 তম
      (c) 54 তম
      (d) 55 তম


Question 398.
ভারতীয় সংবিধানের 55 তম সংশোধনী কোন বছর হয় ?
      (a) 1985 সাল
      (b) 1986 সাল
      (c) 1987 সাল
      (d) 1988 সাল


Question 399.
বর্তমানে ভারতের কোন রাজ্যের মন্ত্রী সভার সদস্যসংখ্যা সর্বাধিক বিধানসভার সদস্যসংখ্যার কত শতাংশ হতে পারে ?
      (a) 10 শতাংশ
      (b) 12 শতাংশ
      (c) 15 শতাংশ
      (d) 16 শতাংশ


Question 400.
রাজ্য মন্ত্রীসভায় কত ধরনের মন্ত্রী থাকে ?
      (a) দুই ধরনের
      (b) তিন ধরনের
      (c) চার ধরনের
      (d) পাঁচ ধরনের


Question 401.
রাজ্যপাল প্রণীত অধ্যাদেশ রাজ্য আইনসভার অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয় ?
      (a) দু সপ্তাহ
      (b) চার সপ্তাহ
      (c) পাঁচ সপ্তাহ
      (d) ছয় সপ্তাহ

Question 402.
ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন ?
      (a) 163(1) নং ধারা
      (b) 164(1) নং ধারা
      (c) 165 নং ধারা
      (d) 166 নং ধারা

Question 403.
রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে ?
      (a) আইনমন্ত্রী
      (b) পরিষদীয় মন্ত্রী
      (c) অর্থমন্ত্রী
      (d) মুখ্যমন্ত্রী

Question 404.
রাজ্য মন্ত্রিসভার কোন মন্ত্রী কে রাজ্যের ক্যাবিনেট তোরনের প্রধান স্তম্ভ বলা হয় ?
      (a) আইনমন্ত্রী
      (b) মুখ্যমন্ত্রী
      (c) অর্থমন্ত্রী
      (d) পরিষদীয় মন্ত্রী

Question 405.
রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে ?
      (a) পরিষদীয় মন্ত্রীর
      (b) আইনমন্ত্রী
      (c) মুখ্যমন্ত্রী
      (d) অর্থমন্ত্রী

Question 406.
ভারতে এখনো পর্যন্ত একবারও যে জরুরি অবস্থা ঘোষিত হয়নি তা হল নিম্নের কোনটা ?
      (a) জাতীয় জরুরি অবস্থা
      (b) শাসনতান্ত্রিক অচলাবস্থা
      (c) আর্থিক জরুরি অবস্থা
      (d) সাংবিধানিক অচলাবস্থা

Question 407.
কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন যথাক্রমে কে ?
      (a) সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি
      (b) শুধুমাত্র রাষ্ট্রপতি
      (c) রাষ্ট্রপতি ও রাজ্যপাল
      (d) কেউই নন

Question 408.
রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা রাখা যায় সর্বাধিক কত দিন ?
      (a) দুই বছর
      (b)এক বছর
      (c) তিন বছর
      (d) চার বছর

Question 409.
রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন অথবা তার দণ্ডাজ্ঞা হ্রাস অথবা স্থগিত করতে পারেন সংবিধানের কোন ধারা অনুযায়ী ?
      (a) 71 নং ধারা অনুসারে
      (b) 72 নং ধারা অনুসারে
      (c) 142 নং ধারা অনুসারে
      (d) 144 নং ধারা অনুসারে

Question 410.
ভারতের কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে দ্বিতীয় পছন্দের ভোটের সাহায্য নেওয়া হয়েছিল ?
      (a) ভি ভি গিরি
      (b) শংকরদয়াল শর্মা
      (c) জ্ঞানী জৈল সিং
      (d) প্রণব মুখার্জির

Question 411.
ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল কত সালে ?
      (a) 1962 সালে
      (b) 1971 সালে
      (c) 1975 সালে
      (d) 1980 সালে

Question 412.
রাষ্ট্রপতির পদ শূন্য হলে তার দায়িত্ব পালন করেন নিম্নের কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) উপরাষ্ট্রপতি
      (c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
      (d) কেউই নন

Question 413.
ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের বাণী পাঠাতে পারেন নিম্নের কে ?
      (a) স্পিকার
      (b) উপরাষ্ট্রপতি
      (c) রাষ্ট্রপতি
      (d) প্রধানমন্ত্রী

Question 414.
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি তার পদত্যাগপত্রটি নিম্নের কার কাছে জমা দেবেন ?
      (a) হাইকোর্টের বিচারপতির কাছে জমা দেবেন
      (b) সসুপ্রিম কোর্টের বিচারপতির কাছে জমা দেবেন
      (c) প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন
      (d) উপরাষ্ট্রপতির কাছে জমা দেবেন

Question 415.
রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কোন সময় ?
      (a) লোকসভা অধিবেশন চলাকালীন
      (b) লোকসভার অধিবেশন বন্ধ থাকাকালীন
      (c) রাজ্যে গোলযোগ দেখা দিলে
      (d) অন্য কোন কারণে

Question 416.
উপরাষ্ট্রপতি সর্বাধিক কত দিন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারেন ?
      (a) ৩ মাস
      (b) ৬ মাস
      (c) ৫ মাস
      (d) ১ বছর

Question 417.
ভারতের রাষ্ট্রপতির হাতে ভেটো ক্ষমতা রয়েছে ?
      (a) তিন ধরনের
      (b) দু ধরনের
      (c) চার ধরনের
      (d) কোনোটিই নয়

Question 418.
ভারতের প্রশাসনিক কাঠামো কি প্রকৃতির ?
      (a) এককেন্দ্রিক প্রকৃতির
      (b) যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির
      (c) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় উপায় প্রকৃতির
      (d) কোনোটিই নয়

Question 419.
ভারতে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হলেন নিম্নের কে ?
      (a) প্রধানমন্ত্রী
      (b) রাষ্ট্রপতি
      (c) উপরাষ্ট্রপতি
      (d) অধ্যক্ষ

Question 420.
ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক পদমর্যাদা হল-
      (a) প্রধানমন্ত্রীর সমান
      (b) প্রকৃত রাষ্ট্রপ্রধান
      (c) আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান
      (d) অধীনস্থ কর্মচারীঃ

  <<<Previous   11  12  13  14  15    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক কে ?
টিম পাইনে
কোন company BSNL এর সাথে চুক্তি করে স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড চালু করলো ?
•  পতঞ্জলি
কোন রাজ্যের রাজ্য সরকার গরীব লোককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে বলে ঘোষণা করল ?
•  কেরালা
World athletics day কবে পালন করা হয় ?
•  7  ই মে
National dairy research institute কোথায় আছে ?
•  হরিয়ানা
ভারত ও মালোয়েশিয়ার মধ্যে যে যৌথ সামরিক মহড়া হয়েছে তার নাম কি ?

•  হারিমাও শক্তি 2018



Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স