বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

current affairs - April 2019 MCQ in Bengali part-1

current affairs - April 2019 MCQ in Bengali part-1


এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর এম সি কিউ প্রশ্নোত্তর 

Railway NTPC or RRB NTPC, Railway Group-D or RRC Group-D, Banking Exams, UPSC, WBCS,WBPSC clerical Exam West Bengal Police Exam 2019  ইত্যাদি পরীক্ষার   ধরণের উপর নজর রেখে Knowledge Account তোমাদের জন্য এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর এম সি কিউ প্রশ্নোত্তর এর প্রথম পর্ব বা current affairs - April 2019 MCQ in Bengali part-1 এই পোস্টে শেয়ার করলো।

current affairs - April 2019 MCQ in Bengali part-1
current affairs - April 2019 MCQ in Bengali part-1


আশা  তোমরা বিশেষ করে যারা যারা রেলওয়ে এন টি পি সি বা রেলওয়ে গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ জন্য এই প্রশ্নগুলো প্রচুর সহায়ক হবে. আমি শেষে অতিরিক্ত কিছ তথ্য যেগুলি সাথে সম্পর্কিত সেগুলো ও  যাতে তোমরা বিস্তারিত ভাবে  কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন গুলো গুলোর ভিতরের তথ্য ও জানতে পারো যেমন - দক্ষিণ কোরিয়া ভারতকে হারিয়ে যেতে সুলতান আজলান শাহ কাপ 2019

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর 

• প্রতিষ্ঠা : 1935, 1 এপ্রিল
• রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী
• গভর্নর : শক্তিকান্ত দাস
রজার ফেডেরার একজন সুইজারল্যান্ড এর খেলোয়ার

ICC এর 

প্রতিষ্ঠা : 1909, 15 জুন
Motto : Cricket for good
Chairman : Shasank Manohar
H.Q. : Dubai, UAE
ইত্যাদির মতো আরো তথ্য। 



current affairs - April 2019 

MCQ in Bengali 

part-1


Question 1.
কোন দেশ 2019 এ সুলতান আজলান শাহ কাপ জিতল ?
      (a) কানাডা
      (b) দক্ষিণ কোরিয়া
      (c) উত্তর কোরিয়া
      (d) ভারত

Question 2.
2019 এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল ?
      (a) 82 তম
      (b) 83 তম
      (c) 84 তম
      (d) 85 তম

Question 3.
Miami Open 2019 এর Men’s Singles কে জিতল ?
      (a) রজার ফেডেরার
      (b) সিমনা হালেপ
      (c) রাফায়েল নাদাল
      (d) জন ইসনার

Question 4.
YONEX-SUNRISE India Open-2019 এর Men’s Singles এ কে জিতলেন ?
      (a) কিদাম্বি শ্রীকান্ত
      (b) লি অ্যাং
      (c) রমেশ কুন্টাল
      (d) ভিক্টর অ্যাক্সেলসেন 0

Question 5.
বিশ্বের প্রথম 5-G জেলা কোনটি ?
      (a) সিউল
      (b) টোকিও
      (c) সাংহাই
      (d) ওয়াশিংটন

Question 6.
রাজস্থান দিবস কবে পালন করা হয় ?
      (a) 30 মার্চ
      (b) 31 মার্চ
      (c) 1 এপ্রিল
      (d) 2 এপ্রিল


Question 7.
Bahrain Grand Prix 2019 title কে জিতলেন ?
      (a) সিবেস্তিয়ান ভেটেল
      (b) লুইস হ্যামিলটন
      (c) জয়ন বেস্ট
      (d) উপরের কেউ নয়


Question 8.
World Autism Awareness Day কবে পালন করা হয় ?
      (a) 1 এপ্রিল
      (b) 2 এপ্রিল
      (c) 3 এপ্রিল
      (d) 4 এপ্রিল


Question 9.
India Positive বইটির লেখক কে ?
      (a) কিরণ দেশাই
      (b) চেতন ভগত
      (c) সালমান রুশদি
      (d) বিক্রম শেঠ


Question 10.
World Piano Day কবে পালন করা হয় ?
      (a) 28 মার্চ
      (b) 29 মার্চ
      (c) 30 মার্চ
      (d) 31 মার্চ


Question 11.
ওড়িশা সরকার উৎকল দিবস কবে পালন করল ?
      (a) 31 মার্চ
      (b) 1 এপ্রিল
      (c) 2 এপ্রিল
      (d) 3 এপ্রিল

Question 12.
সম্প্রতি কে আইসিসির সিইও হিসেবে নিযুক্ত হলেন ?
      (a) সুযোগ দামোদর
      (b) জনাথন মুরলী
      (c) মানু সাওনী
      (d) উপরের কেউ নন

Question 13.
Gandhi : The writer বইটির লেখক কে ?
      (a) দুর্জয় সেন
      (b) বীরেন চৌধুরী
      (c) ভবানী ভট্টাচার্য
      (d) নিহার চক্রবর্তী

Question 14.
ET Prime ‘Global Indian Woman of the year’ কে হল ?
      (a) প্রভাসিনী সান্যাল
      (b) ইন্দ্র নুয়ী
      (c) মিরা সান্যাল
      (d) কিরণ মজুমদার-সাউ

Question 15.
2019 এ ‘Earth Hour’ কবে পালন করা হলো ?
      (a) 30 মার্চ
      (b) 31 মার্চ
      (c) 1 এপ্রিল
      (d) 2 এপ্রিল

Question 16.
সম্প্রতি নিচের কোন হলুদ GI Tag পেল ?
      (a) Alleppey
      (b) Kandhamal Haldi
      (c) Rajapore
      (d) Sangli tumeric

Question 17.
Prevention of blind week কবে পালন করা হলো ?
      (a) 22 মার্চ থেকে 31 মার্চ
      (b) 1 এপ্রিল থেকে 7 এপ্রিল
      (c) 6 এপ্রিল
      (d) 31 মার্চ

Question 18.
International Day for mine awareness কবে পালন করা হয় ?
      (a) 1 এপ্রিল
      (b) 2 এপ্রিল
      (c) 3 এপ্রিল
      (d) 4 এপ্রিল

Question 19.
United Nations International Day of sport for development and peace কবে পালন করা হয় ?
      (a) 4 এপ্রিল
      (b) 5 এপ্রিল
      (c) 6 এপ্রিল
      (d) 8 এপ্রিল

Question 20.
‘World Health Day’ কবে পালন করা হয় ?
      (a) 7 এপ্রিল
      (b) 8 এপ্রিল
      (c) 9 এপ্রিল
      (d) 10 এপ্রিল

Question 21.
4 এপ্রিল 2019 পর্যন্ত FIFA ranking এ ভারতের স্থান কোথায় ?
      (a) 105
      (b) 101
      (c) 100
      (d) 99

Question 22.
Pradeep Nandeajog সম্প্রতি কোথাকার মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হল ?
      (a) পাটনা হাইকোর্ট
      (b) তেলেঙ্গানা হাইকোর্ট
      (c) বোম্বে হাইকোর্ট
      (d) কলকাতা হাইকোর্ট

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :-

➧ দক্ষিণ কোরিয়া ভারতকে হারিয়ে যেতে সুলতান আজলান শাহ কাপ 2019

সুলতান আজলান শাহ কাপ একটি হকি টুর্নামেন্ট
ভারত এখনও পর্যন্ত মোট 5 বার এই সুলতান আজলান শাহ কাপ জিতেছেশেষ বার জিতেছিল 2010 সালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে
•  খেলাটি হয় মালয়েশিয়ায়

➧ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর

প্রতিষ্ঠা : 1935, 1 এপ্রিল
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী
গভর্নর : শক্তিকান্ত দাস

➧ রজার ফেডেরার একজন সুইজারল্যান্ড এর খেলোয়ার
ইনি 2018 এবং 19 এ হপম্যান কাপ জিতেছেন
• 2018 তে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছিলেন
• 2019 1 এপ্রিল অনুযায়ী এনার  সারা বিশ্বে  rank : 4

➧ ভিক্টর অ্যাক্সেলসেন একজন ডেনমার্কের বাসিন্দা
 YONEX-SUNRISE India Open একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেটি 2019 এ নিউ দিল্লিতে হয়েছিল

➧ চীনের সরকারের অভিমত অনুযায়ী সাংহাই বিশ্বের প্রথম জেলা যার প্রতিটি জায়গায় 5 -G নেটওয়ার্ক রয়েছে
চীনের রাজধানী : বেজিং
চীনের মুদ্রা : Renminbi

রাজস্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-

1949 সালের 30 শে মার্চ রাজস্থানের প্রতিষ্ঠিত হয়
আগে রাজস্থান রাজপুতানা নামে পরিচিত ছিল
রাজস্থান ভারতের সবথেকে বড় রাজ্য আয়তনের দিক থেকে
রাজস্থানের জয়পুর কে বলে গোলাপি শহর যোধপুর কে বলে নীল শহর  এবং উদয়পুর কে সাদা শহর বলে
ভারতের সবথেকে পুরনো পর্বত আরাবল্লী এই রাজস্থান এতেই রয়েছে
পৃথিবীর সবথেকে প্রাচীন চাষ করা জমির অস্তিত্ব এই রাজস্থানে তে পাওয়া যায়
ভারতের সবথেকে বড় মরুভূমি থর এই রাজস্থানী অবস্থিত
রাজস্থানের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট : কেওলাদেও ন্যাশনাল পার্ক, হিল ফোর্টস অফ রাজস্থান, যন্তর মন্তর
কার্নি মাতা মন্দির বা ইঁদুর মন্দির এই রাজস্থানে রয়েছে

➧ লুইস হ্যামিলটন ইংল্যান্ডের একজন বাসিন্দা
ইনি 2018 তে আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স এবং স্পেন গ্র্যান্ড প্রিক্স জিতে ছিলেন

 World Autism Awareness Day

থিম : Assertive Technologies, Active Participation

➧ India Positive বইটি চেতন ভগতের নতুন একটি নন ফিকশন বইএই বইটিতে ভারতের শিক্ষা, কর্মসংস্থান, GST, দুর্নীতি ইত্যাদি নিয়ে অনেক তথ্য রয়েছে


➧ 1936 সালে ওড়িশা আলাদাআলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি পায়
উড়িষ্যার রাজধানীভুবনেশ্বর
মুখ্যমন্ত্রীনবীন পট্টনায়েক
রাজ্যপালগণেশী লাল

➧ ICC এর 

প্রতিষ্ঠা : 1909, 15 জুন
Motto : Cricket for good
Chairman : Shasank Manohar
H.Q. : Dubai, UAE

➧ মিরা সান্যালET Prime ‘ET Prime Lifetime Achievement Award’
➧ কিরণ মজুমদার সাউ – ET Prime ‘Business woman of the year’

➧ 2019 এর  ‘Earth Hour’

এবছরের থিম ছিল – Connect2Earth
এবছর মোট 188 টি দেশ এটি পালন করে

➧ UNGA (the United Nations general assembly) ঘোষণা করে 4 এপ্রিল প্রতিবছর International Day for mine awareness  দিনটি পালন করা হবে
এবছরের থিম – United Nations promotes SDGs – Safe Ground – Safe Home

➧ ‘World Health Day’

Theme : Universal health coverage : Everyone, Everywhere

  <<<Previous   1  2   3   4   5   6    Next >>>




Current Affairs : February – 2019




Current Affairs : January – 2019





Current Affairs : December – 2018





Current Affairs : November – 2018




Current Affairs : October – 2018





Current Affairs : September – 2018




Current Affairs : August – 2018





Current Affairs : July – 2018