রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-8

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-8


Indian constitution : MCQ questions and answers in Bengali Part-8 is provided in this post which contains a set of mcq questions and answers in Bengali which are important for UPSC,WBCS, WBPSC, WB-POLICE, WBTET, UPSC, SSC-CGL, SSC-CHSL, RAILWAY NTPC, RAILWAY GROUP-D  etc.

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-8
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-8

Indian constitution

MCQ questions and answers in Bengali 


Part-8


Question 211.
তথ্যের অধিকার আইন ভারতের কোন রাজ্যে কার্যকর হবে না ?
      (a) আসাম
      (b) মনিপুর
      (c) পাঞ্জাব
      (d) জম্মু ও কাশ্মীর

Question 212.
ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কম সময়ের জন্য জারি ছিল ?
      (a) হরিয়ানা
      (b) পশ্চিমবঙ্গ
      (c) কর্ণাটক
      (d) কেরালা

Question 213.
ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় ?
      (a) লোকসভা
      (b) রাজ্যসভা
      (c) লোকসভা ,রাজ্যসভা ও রাষ্ট্রপতি
      (d) লোকসভা ও রাজ্যসভা

Question 214.
পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ীকক্ষ হিসেবে বিবেচিত হয় ?
      (a) রাজ্যসভা 0
      (b) লোকসভা
      (c) বিধানসভা
      (d) বিধান পরিষদ

Question 215.
ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ আছে ?
      (a) একটি কক্ষ
      (b) দ্বিকক্ষ
      (c) ত্রিকক্ষ
      (d) পাচটি কক্ষ

Question 216.
সর্বভারতীয় কৃত‍্যক কে সৃষ্টি করতে পারে ?
      (a) লোকসভা
      (b) রাজ্যসভা
      (c) সংসদ
      (d) রাষ্ট্রপতি


Question 217.
‘snap poll' শব্দটি কখন ব্যবহৃত হয় ?
      (a) হঠাৎ করে যদি নির্বাচন ডাকা হয়
      (b) কোন নির্বাচনে বিরোধী পক্ষ না থাকলে
      (c) কোন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়
      (d) বিবিধ


Question 218.
কেরালার পর ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি ?
      (a) গোয়া
      (b) মিজোরাম
      (c) মহারাষ্ট্র
      (d) হিমাচল প্রদেশ


Question 219.
নিম্নলিখিত কোন রাজ্যে শতকরা ভাবে সবথেকে বেশি পরিমাণে তপশিলি জাতি বসবাস করেন ?
      (a) হিমাচল প্রদেশ
      (b) পশ্চিমবঙ্গ
      (c) পাঞ্জাব
      (d) উত্তর প্রদেশ


Question 220.
ভারতের রাষ্ট্রপতিদের মধ্যে কে আংশিক সময়ের জন্য নন অ্যালাইন মুভমেন্ট এর সেক্রেটারি জেনারেল ছিলেন ?
      (a) ডঃ এস রাধাকৃষ্ণন
      (b) ভি ভি গিরি
      (c) জ্ঞানী জৈল সিং
      (d) ডক্টর শংকর দয়াল শর্মা


Question 221.
ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কে কে নিযুক্ত করেন ?
      (a) রাষ্ট্রপতি
      (b) প্রধানমন্ত্রী
      (c) প্রধান বিচারপতি
      (d) কোনোটিই নয়

Question 222.
সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় কোন দিন থেকে ?
      (a) 1 এপ্রিল
      (b) 1 মার্চ
      (c) 1 জুন
      (d) কোনোটিই নয়

Question 223.
নিম্নের কোন কটি কেন্দ্র আরোপ করে সংগ্রহ ও ভোগ করে রাজ্য ?
      (a) বিজ্ঞাপনের উপর কর
      (b) স্ট‍্যাম্প কর
      (c) কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ থেকে সংগৃহীত আয়কর
      (d) ওপরের কোনোটিই নয়

Question 224.
ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক কি ?
      (a) রাজ্যসভা
      (b) লোকসভা
      (c) বিধানসভা
      (d) বিধান পরিষদ

Question 225.
বাজেট আলোচনার শেষ দিনে সময়াভাবে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা কে বলা হয়-
      (a) নীতি অনুমোদন সম্পর্কিত ছাঁটাই প্রস্তাব
      (b) গিলোটিন
      (c) অনুপূরক ব্যয়ের হিসাব
      (d) কোনোটিই নয়

Question 226.
ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন-
      (a) লোকসভার স্পিকার
      (b) মন্ত্রিপরিষদ
      (c) প্রধান বিচারপতি
      (d) ক্যাগ

Question 227.
অপ্রত্যাশিত ও অনিশ্চিত ব্যয় নির্বাহের জন্য বিধানসভা রাজ্য সরকারকে অর্থ ব্যায়ের যে অনুমতি দেয় তাকে কি বলে?
      (a) ব্যতিক্রমানুদান
      (b) প্রত্যয়ানুদান
      (c) অধিক অনুদান
      (d) গণনানুদান

Question 228.
রাষ্ট্রপতি পদচ্যুত হন-
      (a) সুপ্রিম কোর্টের দ্বারা
      (b) সংসদ কর্তৃক
      (c) শাসন বিভাগ কর্তৃক
      (d) উপরাষ্ট্রপতি

Question 229.
অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ শুনতে বাধ্য হন-
      (a) প্রধান বিচারপতি
      (b) স্পিকার
      (c) উপরাষ্ট্রপতি
      (d) প্রধানমন্ত্রী

Question 230.
দেশের মৌলিক আইন বলা হয় নিম্নের কোনটি কে ?
      (a) সুপ্রিম কোর্টের নির্দেশ
      (b) সংবিধান
      (c) প্রস্তাবনা
      (d) পার্লামেন্টের নির্দেশ

Question 231.
অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা যায় ?
      (a) উভয়কক্ষে
      (b) উচ্চকক্ষে
      (c) নিম্নকক্ষে
      (d) আদালতে

Question 232.
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এর বেতন কে নির্ধারণ করেন ?
      (a) স্পিকার
      (b) মুখ্যমন্ত্রী
      (c) রাজ্যপাল
      (d) রাষ্ট্রপতি

Question 233.
পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্বে বিহারের অন্তর্গত ছিল ?
      (a) বাঁকুড়া
      (b) মেদিনীপুর
      (c) পুরুলিয়া
      (d) বীরভূম

Question 234.
ভারতের কোন রাজ্য কে নিয়ে চীনের সমস্যা চলছে ?
      (a) মনিপুর
      (b) মিজোরাম
      (c) আসাম
      (d) অরুণাচল প্রদেশ

Question 235.
ভারতের নিচের কোন পদাধিকারিকে পদচ্যুত করার ক্ষমতা পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়নি ?
      (a) হাইকোর্টের বিচারপতি
      (b) সুপ্রিম কোর্টের বিচারপতি
      (c) ক‍্যাগ
      (d) U.P.S.C চেয়ারম্যান

Question 236.
ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটি ?
      (a) পাবলিক অ‍্যাকাউন্টস কমিটি
      (b) এস্টিমেটস কমিটি
      (c) জয়েন্ট পার্লামেন্টারি কমিটি
      (d) কোনোটিই নয়

Question 237.
সরকারি চাকরি লাভের জন্য তপশিলি জাতি ও উপজাতিদের দাবি গুলিকে বিবেচনার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ?
      (a) 334 ধারা
      (b) 335 ধারা
      (c) 234 ধারা
      (d) 320 ধারা

Question 238.
ভারতের রাষ্ট্রপতি কজন অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্য /সদস্যাকে লোকসভায় মনোনীত (সর্বাধিক) করতে পারেন ?
      (a) 2
      (b) 12
      (c) 10
      (d) অনির্দিষ্ট সংখ্যা যেটি মন্ত্রিপরিষদ দ্বারা নির্ধারিত হয়

Question 239.
ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল ?
      (a) 1960 সালে
      (b) 1961 সালে
      (c) 1962 সালে
      (d) 1965 সালে

Question 240.
দ্বিতীয়বারের জন্য ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে
      (a) 1963 সালে
      (b) 1965 সালে
      (c) 1966 সালে
      (d) 1971 সালে

  <<<Previous   7   8  9  10  11  12    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 

সংবিধানের প্রস্তাবনা বলতে তার মুখবন্ধ কে বোঝায় এই প্রস্তাবনা সংবিধানের উৎস উদ্দেশ্য ও প্রকৃতি সম্পর্কে উল্লেখ থাকে।সাধারণভাবে প্রস্তাবনার আইনগত মূল্য স্বীকৃত নয় কারণ এটি সংবিধানের কার্যকরী অংশের অঙ্গ নয় তবে সংবিধানের কোন অস্পষ্ট অংশ ব্যাখ্যা করতে সহায়ক হয়।প্রস্তাবনার মধ্য দিয়ে আমরা সংবিধান রচয়িতা দের মনোভাব উদ্দেশ্য ও লক্ষ্যের কথা জানতে পারি। হাজার 887 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মার্কিন সংবিধানের একটি প্রস্তাবনা যুক্ত হয়। মার্কিন সংবিধানের অনুকরণে আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনা যুক্ত হয়েছে।সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যাখ্যা করা হয়েছে।সংবিধানের প্রস্তাবনা এর সকল নাগরিকদের মধ্যে সামাজিক আর্থিক ও রাজনৈতিক চিন্তা মত প্রকাশ বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠান মর্যাদা ও জাতির ঐক্য সংহতি এবং ভাতৃ ভাব প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সংবিধান প্রণয়নের সময় প্রস্তাবনায় সমাজতান্ত্রিক (socialist) ও ধর্মনিরপেক্ষ (secular) শব্দ দুটি ছিল না 1976 খ্রিস্টাব্দে সংবিধানের প্রস্তাবনা এ 42 তম সংশোধনী ধারা শব্দ দুটি যুক্ত হয়েছে।চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা ঘোষণা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়।এ কি যোগ্যতা ও পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে সাম্য বজায় রাখতে হবে- এটার উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় ভাতৃত্ববোধের উপর গুরুত্ব প্রদান সংবিধানের প্রস্তাবনা তে রয়েছে।আমরা ভারতের জনগণ কথাটির তাৎপর্য হলো ভারতীয় জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের প্রতিনিধি হিসেবে গণপরিষদ সংবিধান রচনা করো গ্রহণ করার ক্ষমতা লাভ করেছে। অনেকে প্রস্তাবনা কে সংবিধানের আত্মা নামে অভিহিত করেছেন। অনেকে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজি নামেও অভিহিত করেছেন।

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স