রবিবার, ১১ আগস্ট, ২০১৯

Hima Das important facts in Bengali


Hima Das important facts in Bengali

Hima Das

  • Who is Hima Das?
  • From where Hima Das belongs to?
  • What achievements Hima Das made in the last one years?

Every competitive exam wants to know such questions and check out the awareness of the Exam candidates that whether they are aware of Current Affairs or not.
So in this post, a comprehensive article about Hima Das is provided.




Hima Das important facts in Bengali
Hima Das important facts in Bengali



All Informations about Hima Das

প্রশ্ন : হিমা দাস  ভারতের কোন খেলার সঙ্গে জড়িত ?
  (a)   অ্যাথলেটিক
  (b)   ভারোত্তোলন
  (c)    জ্যাভলিন থ্রো
  (d)    বন্দুকবাজ

প্রশ্ন : হিমা দাস  ভারতের কোন রাজ্যের বাসিন্দা ?
  (a)   তামিলনাড়ু
  (b)   আসাম
  (c)    উত্তর প্রদেশ
  (d)  হরিয়ানা

প্রশ্ন :  2018 সালের এশিয়ান গেমসে হিমা দাস নিম্নের কোন বিভাগে সোনা জেতেন ?
  (a)   মহিলা 100
  (b)   মহিলা 200
  (c)   মহিলা 4×400
  (d)  কোনটাই নয়
4×400 মানে এই দৌড়ে একই দেশের চার জন অংশগ্রহণ করে

প্রশ্ন :  2018 সালের এশিয়ান গেমসে হিমা দাস মিক্সড 4×400 দৌড়ে কোন পদক জেতেন ?
  (a)   সোনা
  (b)   রুপা
  (c)    ব্রোঞ্জ
  (d)  কোনটাই নয়

প্রশ্ন :  2018 সালের এশিয়ান গেমসে হিমা দাস  মহিলা 400 মিটার দৌড়ে কোন পদক জেতেন ?
  (a)   সোনা
  (b)   রুপা
  (c)    ব্রোঞ্জ
  (d)  কোনটাই নয়

• 18 তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছিল
• ভারতীয় অ্যাথলেটিক হিমা দাস 2018 তে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মোট তিনটি পদক জেতেন দুটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক
1). মহিলা – 4×400 মিটার (সোনা)
2). মিক্সড – 4×400 মিটার (সোনা)
3). 400 মিটার – (রৌপ্য)
• ভারত এশিয়ান গেমসে পদক তালিকা অষ্টম স্থান অধিকার করেছিল
15 টি সোনার পদক, 24 টি রুপার পদক, 30 টি ব্রোঞ্জের পদক, মোট 69 ভারত পদক পেয়েছিল
• চীন পদক তালিকা প্রথম স্থান অর্জন করেছিল




প্রশ্ন :  হিমা দাস  কে কোন উপনামে ডাকা হত ?
  (a)   Paoli Express
  (b)   dhing Express
  (c)    Assam Express
  (d)  Chennai Express
হিমা দাস এর জন্ম আসামের নগওন জেলার dhing নামক গ্রামে তাই তাকে dhing Express বলে ডাকা হয়

প্রশ্ন : নিম্নের কোন ব্যক্তি হিমা দাস  এর কোচ নন ?
  (a)   নিপন দাস
  (b)   নব জিৎ মালা কার
  (c)    গালিনা ভুখারিনা
  (d)  অজয় দাস

প্রশ্ন :  হিমা দাস  কে কোন রাজ্যের সরকার sports এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হন ?
  (a)   মেঘালয়
  (b)   মিজোরাম
  (c)    আসাম
  (d)  নাগাল্যান্ড

প্রশ্ন :  ভারতীয় অ্যাথলেটিক হিমা দাস  কত সালে অর্জুন পুরস্কার পান ?
  (a)   2017
  (b)   2018
  (c)    2016
  (d)  2019

প্রশ্ন : নিম্নের কোন সংস্থা হিমা দাস  কে ভারতের Youth ambassador পদে নিযুক্ত করা হয় ?
  (a)   UNICEF
  (b)   WHO
  (c)    UNO
  (d)  UNIP

ইনি প্রথম কোন ভারতীয় হিসাবে এই পদে নিযুক্ত হলেন
UNICEF এর সদর দপ্তর নিউইয়র্ক , ইউনাইটেড স্টেট

প্রশ্ন : আসাম রাজ্য হয়ে অন্তরাষ্ট্রীয় কোন প্রতিযোগিতায় সোনা জেতার দৌড়ে হিমা দাস  কততম অ্যাথলেটিক ?
  (a)   প্রথম
  (b)   দ্বিতীয়
  (c)    তৃতীয়
  (d)  চতুর্থ

• IAAF world U-20 Championship 2018 সালে 400 মিটার দৌড়ে স্বর্ণ পদক জেতেন
• আসামের ভোগেস্বর বারু এর আগে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতে ছিলেন
• এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় Tampere Finland
• IAAF world U-20 Championship 2018 এটি 17 তম
• IAAF world U-20 Championship 2020 অনুষ্ঠিত হবে Nairobi, Kenya (এটা 18 তম)



প্রশ্ন :  poznam  athletic Grand Prix 2019 এ কত মিটার দৌড়ে হিমা দাস  স্বর্ণ পদক জেতেন  ?
  (a)   ১০০ মিটার
  (b)   ২০০ মিটার
  (c)    ৪০০ মিটার
  (d)  ১৬০০ মিটার

Pozam athletic Grand prix – 2019
অনুষ্ঠিত হয় পোল্যান্ডে
হিমা দাস 200 মিটার দৌড় শেষ করেন
২৩.৬৫ সেকেন্ডে
date- July 2

প্রশ্ন :  kutno  Athletic Meet 2019 এ কত মিটার দৌড়ে হিমা দাস  স্বর্ণ পদক জেতেন  ?
  (a)   ১০০ মিটার
  (b)   ২০০ মিটার
  (c)    ৪০০ মিটার
  (d)  ১৬০০ মিটার

Kutno Athletic Meet – 2019
অনুষ্ঠিত হয় পোল্যান্ডে
হিমা দাস 200 মিটার দৌড় শেষ করেন
২৩.৯৭ সেকেন্ডে
date- July 7

প্রশ্ন :  Kladno  Athletic  2019 এ কত মিটার দৌড়ে হিমা দাস  স্বর্ণ পদক জেতেন  ?
  (a)   ১০০ মিটার
  (b)   ২০০ মিটার
  (c)    ৪০০ মিটার
  (d)  ১৬০০ মিটার

Kladno Athletic  – 2019
অনুষ্ঠিত হয় চেক রিপাবলিক
হিমা দাস 200 মিটার দৌড় শেষ করেন
২৩.৪৩ সেকেন্ডে
date- July 13

প্রশ্ন :  Tabor  Athletic Meet 2019 এ কত মিটার দৌড়ে হিমা দাস  স্বর্ণ পদক জেতেন  ?
  (a)   ১০০ মিটার
  (b)   ২০০ মিটার
  (c)    ৪০০ মিটার
  (d)  ১৬০০ মিটার

Tabor Athletic Meet – 2019
অনুষ্ঠিত হয় চেক রিপাবলিক
হিমা দাস 200 মিটার দৌড় শেষ করেন
২৩.২৫ সেকেন্ডে
date- July 17

প্রশ্ন :  Nove  Mesto  2019 এ কত মিটার দৌড়ে হিমা দাস  স্বর্ণ পদক জেতেন  ?
  (a)   ১০০ মিটার
  (b)   ২০০ মিটার
  (c)    ৪০০ মিটার
  (d)  ১৬০০ মিটার

Nove mesto  – 2019
অনুষ্ঠিত হয় চেক রিপাবলিক
হিমা দাস 400 মিটার দৌড় শেষ করেন
52.09 সেকেন্ডে
date- July 20

প্রশ্ন : সম্প্রতি হিমা দাস  কোন দেশে পাঁচটি স্বর্ণপদক জিতল ?
  (a)   পোল্যান্ড
  (b)   আমেরিকা
  (c)    চেক রিপাবলিক
  (d)  a ও c

প্রশ্ন :  সম্প্রতি কোন রাজ্যের বায়োলজিক্যাল পার্কের শিশু রয়্যাল বেঙ্গল বাঘ এর নাম রাখা হয়েছে 2018 এশিয়ান গেমসে স্বর্ণপদক প্রাপ্ত হিমা দাস  কে সম্মান জানিয়ে ?
  (a)   তামিলনাড়ু
  (b)   কর্ণাটক
  (c)    উত্তরপ্রদেশ
  (d)  মধ্যপ্রদেশ

কর্নাটকের বানরঘাট্টা বায়োলজিক্যাল পার্ক





সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও 

 সম্পূর্ণ 2019 এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড  করুন।
Download pdf


বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স , জেনারেল সাইন্স, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং মিসলেলিনিয়াস জি কে এর MCQ - CLICK HERE

২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সম্পূর্ণ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর পি ডি এফ ফাইল ডাউনলোড করে নাও 


এছাড়াও তোমরা দেখতে পারো 

মিসসেলিনিয়াস জিকে
Recently published (New)