রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-10

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-10

If you are searching for MCQ questions and answers for any competitive exams then you have reached in the right place. In this post Indian constitution : MCQ questions and answers in Bengali Part-10 is provided with another 30 important questions from different parts of Indian Constitution.

Indian constitution : MCQ questions and answers in Bengali Part-10
Indian constitution : MCQ questions and answers in Bengali Part-10




Indian constitution 

MCQ questions and answers in Bengali 

Part-10


Question 271.
সংবিধানের কত নং ধারায় অস্পৃশ‍্য আচরণ নিষিদ্ধ করা হয়েছে ?
      (a) 15 নং
      (b) 17 নং
      (c) 18 নং
      (d) 19 নং

Question 272.
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত ?
      (a) স্বাধীনতা
      (b) জীবনের
      (c) সামাজিক
      (d) ব্যক্তিগত

Question 273.
সংবিধানের কত নং ধারায় বিনা পারিশ্রমিকে শ্রমদান নিষিদ্ধ করা হয়েছে ?
      (a) 21 নং
      (b) 22 নং
      (c) 23 নং
      (d) 24 নং

Question 274.
ডঃ আম্বেদকর কত নং ধারা কে সংবিধানের প্রাণস্বরূপ বলে ঘোষণা করেছিলেন ?
      (a) 19 নং
      (b) 32 নং
      (c) 21 নং
      (d) 35 নং

Question 275.
সংবিধানের কত নং ধারা রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিকে মৌল শাসননীতি বলে ঘোষণা করেছে ?
      (a) 34 নং
      (b) 35 নং
      (c) 37 নং
      (d) 38 নং

Question 276.
কত তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী সংবিধানে 31 (গ) ধারা যোগ করা হয়েছে ?
      (a) 23 তম
      (b) 24 তম
      (c) 25 তম
      (d) 26 তম


Question 277.
ভারতীয় সংবিধান সুনিশ্চিত করে না নিম্নের কোনটি কে ?
      (a) কর্মের অধিকার
      (b) ভোটদানের অধিকার
      (c) শোষণের বিরুদ্ধে অধিকার
      (d) স্বাধীনতার অধিকার


Question 278.
সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে ?
      (a) 21 (ক)
      (b) 22 (ক)
      (c) 23 (ক)
      (d) 24 (ক)


Question 279.
ভারতের সংবিধানে বর্ণিত সম্পত্তির অধিকার রদ করা হয়েছে কততম সংশোধনীর দ্বারা ?
      (a) 42 তম(1976)
      (b) 44 তম (1978)
      (c) 45 তম (1979)
      (d) 46 তম (1980)


Question 280.
ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য গুলির উল্লেখ রয়েছে ?
      (a) 51 ধারায়
      (b) 51 (ক) ধারায়
      (c) 51 (খ) ধারায়
      (d) 52 ধারায়


Question 281.
ভারতীয় সংবিধানে কটি স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ?
      (a) পাঁচটি
      (b) ছয়টি
      (c) সাতটি
      (d) আটটি

Question 282.
ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নং ধারায় কোন অধিকার প্রদান করা হয়েছে ?
      (a) সাম্যের অধিকার
      (b) স্বাধীনতার অধিকার
      (c) শোষণের বিরুদ্ধে অধিকার
      (d) ধর্মীয় স্বাধীনতার অধিকার

Question 283.
ভারতীয় সংবিধানের কোন নং ধারায় সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে ?
      (a) 15 নং ধারা
      (b) 16 নং ধারা
      (c) 17 নং ধারা
      (d) 18 নং ধারা

Question 284.
ভারতীয় সংবিধানের কোন নং ধারায় অস্পৃশ্যতা কে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে ?
      (a) 15 নং ধারা
      (b) 16 নং ধারা
      (c) 17 নং ধারা
      (d) 18 নং ধারা

Question 285.
ভারতীয় সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কবে পাস হয় ?
      (a) 1960
      (b) 1961
      (c) 1962
      (d) 1963

Question 286.
6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার কে কোন সালে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়েছে ?
      (a) 2000
      (b) 2001
      (c) 2002
      (d) 2003

Question 287.
পার্লামেন্ট কর্তৃক কত সালে শিক্ষার অধিকার আইন প্রণীত হয় ?
      (a) 2010
      (b) 2011
      (c) 2008
      (d) 2009

Question 258.
সংবিধানের কোন নং ধারা অনুযায়ী কোন বিশেষ ধর্মের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যায় না ?
      (a) 25 নং ধারা
      (b) 26 নং ধারা
      (c) 27 নং ধারা
      (d) 28 নং ধারা

Question 289.
জরুরি অবস্থা ঘোষিত হলে সংবিধানের কোন নং ধারায় বর্ণিত অধিকার গুলি কার্যকারিতা হারায় ?
      (a) 19 নং ধারা
      (b) 18 নং ধারা
      (c) 22 নং ধারা
      (d) 24 নং ধারা

Question 290.
ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে ?
      (a) প্রথম
      (b) দ্বিতীয়
      (c) তৃতীয়
      (d) চতুর্থ

Question 291.
ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কোন সালে সংবিধানে 42 তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে ?
      (a) 1974
      (b) 1976
      (c) 1978
      (d) 1979

Question 292.
কোন তারিখটিকে মানবাধিকার দিবস হিসেবে চিহ্নিত করা হয় ?
      (a) 7 ই ডিসেম্বর
      (b) 8 ই ডিসেম্বর
      (c) 9 ডিসেম্বর
      (d) 10 ডিসেম্বর

Question 293.
সংবিধানের কোন ধারা অনুযায়ী মৌলিক অধিকার বিরোধী কোন আইন বাতিল হয়ে যায় ?
      (a) 12 নং ধারা
      (b) 13 নং ধারা
      (c) 14 নং ধারা
      (d) 15 নং ধারা

Question 294.
1976 সালের 42 তম সংবিধান সংশোধনের ফলে কটি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয় ?
      (a) একটি
      (b) দুটি
      (c) তিনটি
      (d) চারটে

Question 295.
11 তম মৌলিক কর্তব্য টি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে গ্রহণ করা হয় ?
      (a) 85 তম
      (b) 86 তম
      (c) 87 তম
      (d) 88 তম

Question 296.
ভারতীয় সংবিধানে কবে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় ?
      (a) 1976 সালে
      (b) 1974 সালে
      (c) 1975 সালে
      (d) 1948 সালে

Question 297.
ভারতীয় সংবিধানের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নং ধারায় বর্ণিত হয়েছে ?
      (a) 20 নং ধারায়
      (b) 21 নং ধারায়
      (c) 22 নং ধারায়
      (d) 23 নং ধারায়

Question 298.
কত তম সংবিধান সংশোধনের সম্পত্তির অধিকার বাতিল হয়েছে ?
      (a) 42 তম
      (b) 43 তম
      (c) 44 তম
      (d) 45 তম

Question 299.
ভোটাধিকার কিরূপ অধিকার ?
      (a) সামাজিক অধিকার
      (b) রাজনৈতিক অধিকার
      (c) ব্যক্তিগত অধিকার
      (d) জন্মগত অধিকার

Question 300.
ভারতের অন্যান্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন কে ?
      (a) মুখ্য নির্বাচন কমিশনার
      (b) রাষ্ট্রপতি
      (c) কেন্দ্রীয় মন্ত্রিসভা
      (d) প্রধানমন্ত্রী

  <<<Previous   9  10  11  12  13  14    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা ( 243 নং ধারা) :


স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সরকার বোঝায়।কোন নির্দিষ্ট এলাকার জনগণ তাদের প্রতিনিধিদের হাতে এলাকার পৌর প্রশাসন পরিচালনার দায়িত্ব প্রদান করে স্থানীয় স্বায়ত্তশাসন মূলক ব্যবস্থা গড়ে তুলতে পারে। সে দিক থেকে এই ব্যবস্থার বৈশিষ্ট্য হলো

স্থানীয় কর্তৃপক্ষ, নির্দিষ্ট এলাকা ও সেই এলাকায় বসবাসকারী নির্দিষ্ট জনগণ, স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার পৌর প্রশাসন পরিচালনা করে,জনকল্যাণকর এবং উন্নয়ন মুভি কাজের দায়িত্ব পালন করে, কার্য পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহ করে, স্থানীয় কর্তৃপক্ষ সেই এলাকার পৌর প্রশাসন পরিচালনার ব্যাপারে কিছুটা স্বাতন্ত্র ভোগ করে।

           স্থানীয় স্বায়ত্তশাসন মূলক ব্যবস্থার কতগুলো বিশেষ সুবিধা আছে যেমন - স্থানীয় সরকার সেই এলাকার সমস্যার প্রকৃতি বুঝে সমস্যার সমাধান করে। দূরের কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রতিটি এলাকার সমস্যার সমাধান করতে পারে না।স্থানীয় সরকার জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে তুলতে পারে। জনগণ তাদের প্রয়োজনের কথা দাবির কথা স্থানীয় সরকার কে জানায়। স্থানীয় সরকার সাধ্যমত তার সমাধানের চেষ্টা করে। স্থানীয় সরকার সর্বদাই জনগণের কাছে দায়বদ্ধ থাকে। শাসক ও শাসিতের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। স্থানীয় সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণে সাহায্য করে। ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ গণতান্ত্রিক নীতির বিরোধী।স্থানীয় সরকার জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার করে।স্থানীয় জনগণ ওই সরকারে অংশগ্রহণ করে রাজনৈতিক অভিজ্ঞতা লাভ করে। তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ হয়। স্থানীয় সরকার জনগণের রাজনৈতিক সামাজিকীকরণ এ সাহায্য করে। রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলে। স্থানীয় সরকার দু রকমের হয় যথা পৌর এলাকার সরকার ও গ্রামীণ এলাকার স্থানীয় সরকার।ভারতে বহুদিন থেকেই স্থানীয় স্বায়ত্তশাসন মূলক সরকার এর উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাচীনকালে গ্রামে গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা ছিল।ভারতের স্বাধীনতা লাভের পর শহর অঞ্চলে সেই আগেকার পৌর প্রতিষ্ঠানগুলো কাজ করতে থাকে সংবিধানে গ্রামে গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ আছে।তবে  1993 সালের 73 তম সংবিধান সংশোধনী আইনে গ্রামের পঞ্চায়েত প্রতিষ্ঠিত কাঠামো গঠন ও কার্যাবলী বিষয়ে বিস্তারিত নিয়ম ও বিধি বর্ণনা করা হয়েছে। 74 তম সংবিধান সংশোধনী আইনে পৌরসভার গঠন কার্যাবলী ও ভূমিকা বিষয়ে বিশদ উল্লেখ রয়েছে। 

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স