শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

general science mcq questions and answers in Bengali part-4

general science mcq questions and answers in Bengali part-4

সাধারণ বিজ্ঞান থেকে বাংলাতে এম সি কিউ প্রশ্নোত্তর :

সাধারণ বিজ্ঞানের পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যা ও কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই পোস্ট এ দেওয়া হলো।   রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলো খুব কাজে লাগবে। সাথে সাথে রেলওয়ে এন টি পি সি পরীক্ষার জন্য ও এগুলো খুব সহায়ক হবে।




general science

general science mcq questions and answers in Bengali from physics, Chemistry and Biology is provided in this post for all competitive exams. specially for Railway NTPC, Railway Group-D, West Bengal Police etc.



general science 

mcq questions and answers in Bengali 

part-4


Question .
সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে পাওয়া যায়-
      (a) রেডিয়াম
      (b) থোরিয়াম
      (c) রেড
      (d) উরেনিয়াম

Question .
কম্পাঙ্কের একক কি
      (a) কিউরি
      (b) হার্জ
      (c) আর্গ
      (d) ভোল্ট

Question .
নিম্নোক্ত রাশি গুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি ?
      (a) ভর
      (b) ত্বরণ
      (c) বল
      (d) রোধ

Question .
আলোক-তড়িৎ সুত্রের আবিষ্কর্তা কে ?
      (a) আইনস্টাইন
      (b) মাক্সও য়েল
      (c) নিউটন
      (d) স্নেল

Question .
অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল-
      (a) বক্সাইট
      (b) হেমাটাইট
      (c) ডোলোমাইট
      (d) ম্যাগ্নেটাইট

Question .
ব্যারোমিটার আবিস্কার করেন-
      (a) টরিসেলি
      (b) ফ্যার‍্যাডে
      (c) টমসন
      (d) জন নেপিয়ার


Question .
স্পেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?
      (a) আর্কিমিডিস
      (b) বয়েল
      (c) পাস্কাল
      (d) নিউটন


Question .
শব্দের গুন নির্ধারিত হয় কার দ্বার ?
      (a) শ্রাব্যাতা
      (b) কম্পাঙ্ক
      (c) গতিবেগ
      (d) বিস্তার


Question .
কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিস্কার করেন ?
      (a) ম্যাকডোনাল্ড
      (b) মাদাম কুরি
      (c) রাদারফোর্ড
      (d) কেভেনডিস


Question .
কাঁচকে হঠাৎ উত্তপ্ত ফেটে যায় কারন কাঁচ তাপের-
      (a) সুপরিবাহী
      (b) কুপরিবাহী
      (c) অন্তরক
      (d) অর্ধপরিবাহী


Question .
সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যাবহৃত হয় ?
      (a) রেডন
      (b) প্রপেন
      (c) মিথেন
      (d) বিউটেন

Question .
একটি বস্তুর গতিবেগ দ্বীগুণ হলে ভরবেগ -
      (a) অর্ধেক হবে
      (b) এক- চতুর্থাংশ
      (c) দ্বিগুণ হবে
      (d) চারগুন হবে

Question .
একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় ?
      (a) জলে
      (b) মেরুতে
      (c) পাহাড়ের চূড়ায়
      (d) খনির মধ্যে

Question .
পিতলের উপাদান হল-
      (a) তামা ও দস্তা
      (b) তামা ও টিন
      (c) দস্তা ও টিন
      (d) তামা ও রুপো

Question .
আয়নার প্রলেপ দেওয়ার জন্য কোন পারদ-শঙ্কর ব্যাবহৃত হয় ?
      (a) Sn-Hg
      (b) Zn-Hg
      © Na-Hg
      (d) Ag-Hg

Question .
উত্তপ্ত বস্তুর উপরিতল কিরুপ হলে তার তাপবিকিরন সবথেকে দ্রুত হয় ?
      (a) কালো ও পালিশ
      (b) কালো ও অমসৃণ
      (c) সাদা ও পালিশ
      (d) সাদা ও অমসৃণ

পটাশিয়াম ব্রোমাইড নিম্নোক্ত কোন ক্ষেত্রে বাবহৃত হয় ?
      (a) ফোটোগ্রাফি
      (b) গানপাউডারে
      (c) রং শিল্পে
      (d) জলের অসুদ্ধি দূরিকরন

Question .
নিচের কোনটি অর্ধপরিবাহী হিসাবে সবথেকে উপযুক্ত?
      (a) Cu+As
      (b) Ge+ As
      (c) Zn+Ge
      (d) Sb+ As

Question .
ক্রোনোমিটার কে আবিস্কার করেন?
      (a) আলেকজান্ডার পার্কস
      (b) জন হারিসন
      (c) কার্ল বেঞ্জ
      (d) ফ্রেড মারিসন

Question .
নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় ?
      (a) বক্সাইট
      (b) ডোলোমাইট
      (c) ক্রায়োলাইট
      (d) ফেলসপার

Question .
এক্স-রস্মির আবিষ্কর্তা কে ?
      (a) মাইকেল ফ্যারাডে
      (b) মেন্ডেলিফ
      (c) ডালটন
      (d) রন্টজেন

Question .
নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক ?
      (a) অভ্র
      (b) সিসা
      (c) সিলিকন
      (d বিসমাথ

Question .
মানুষের হাত কোন শ্রেনির লিভার ?
      (a)প্রথম
      (b) দ্বিতীয়
      (c) তৃতীয়
      (d) কোনোটিই নয়

Question .
পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ ?
      (a) প্রথম
      (b) দ্বিতীয়
      (c) পঞ্চম
      (d) সপ্তম

Question .
গানমেটালে কোন ধাতুটি থাকে ?
      (a) ক্রোমিয়াম
      (b)তামা
      (c) জিঙ্ক
      (d) টিন

Question .
পজিট্রন কনা কে আবিস্কার করেন ?
      (a) রাদারফোর্ড
      (b) নীলস বোর
      (c) অ্যান্ডারসন
      (d) স্যাডউইক

Question .
ইলেকট্রন বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে ?
      (a) অক্সিজেন
      (b) কার্বন-ডাই-অক্সাইড
      (c) জিনিয়াস
      (d) নাইট্রোজেন

Question .
ত্রিমাত্রিক ছবি প্রস্তুত ও রেকরডিং করার কৌশলকে কি বলে ?
      (a)ফোলোগ্রাফি
      (b) অডিওগ্রাফি
      (c) লেক্সিকোগ্রাফি
      (d) হোলোগ্রাফি

Question .
কার্বনেট যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী ?
      (a) গ্রাফাইট
      (b) হিরে
      (c) কয়লা
      (d) চারকোল

Question .
একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুন করলে তার দোলনকাল কত হবে ?
      (a) বেড়ে যায়
      (b) কমে যায়
      (c) দ্বিগুণ হয়
      (d) অর্ধেক হয়

  <<<Previous   3   4   5   6  7   Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

• ফুসফুসের গাঠনিক একক কে বলে অ্যালভিওলাই
• রসায়নে সিল্ক অফলাইন বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে
• ধনুষ্টংকার রোগের T.T. টিকা দেওয়া হয়
• প্রকৃত ক্যালরিমিটার এ নিম্ন আপেক্ষিক তাপ মাত্রা গুনটি থাকা অতি আবশ্যক
• চৌম্বক বিষুবরেখা থুম্বা শহরের উপর দিয়ে গেছে
• বাষ্পীয় চাপ পরিমাপক যন্ত্রের মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ Breathalyzer  যন্ত্র ব্যবহার
 করে
• উপগ্রহ উৎক্ষেপণের সময় মেট্রোনাম ঘড়ি সময় মাপার কাজে ব্যবহার করা হয়
• ডায়াবেটিস রোগে মানব শরীরের যে অঙ্গ আক্রান্ত হয় সেটা হল প্লীহা
• যেসব উদ্ভিদ বরফে জন্মায় তাদেরকে বলে ক্রায়ো ফাইট

• ডাবে পটাশিয়াম বেশি থাকে।

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স