শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

general science mcq questions and answers in Bengali part-7

general science mcq questions and answers in Bengali part-7

general science 

general science mcq questions and answers in Bengali part-7 is provided in this post.From all portions of science that from Physics, Chemistry and Biology all important questions are included in this post. This post is very fruitful for them who are appearing in upcoming competitive exams like Railway NTPC 2019, Railway group-D Exam 2019 West Bengal Police Exam-2019 and also WBCS, WBPTET, WBPCS etc.

general science mcq questions and answers in Bengali part-7
general science mcq questions and answers in Bengali part-7




general science 

mcq questions and answers in Bengali 

part-7


Question .
আবহমণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
      (a) পার অ্যাসিটাইন নাইট্রেট
      (b) নাইট্রোজেন মনোক্সাইড
      (c) আলট্রা ভায়োলেট রশ্মি
      (d) হাইড্রোকার্বন

Question .
নিচের সংখ্যাশ্রেণিটির পরবর্তী সংখাটি হল- 30,42,56,72,……..
      (a) 84
      (b) 88
      (c) 90
      (d) 92

Question .
নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল ?
      (a) ক্লোরেল্লা
      (b) টেরেন্টিপোহলিয়া
      (c) স্পাইরুলিনা
      (d) সারগাসাম

Question .
কোন তলটি তাপের উত্তম শোষক ?
      (a) সাদা অমসৃণ তল
      (b) কালো অমসৃণ তল
      (c) সাদা মসৃণ তল
      (d) কালো মসৃণ তল

Question .
এদের কোনটি দৈর্ঘের একক নয় ?
      (a) আলোকবর্ষ
      (b) মাইক্রন
      (c) AU
      (d) রেডিয়ান

Question .
পরমশূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে-
      (a) জল জমে বরফে পরিনিত হয়
      (b) পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়
      (c) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে
      (d) অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয়



Question .
ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাণ কত ?
      (a) 5.20
      (b) 4.80
      (c) 5.80
      (d) 8.85


Question .
টেলিযোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যাবহার করা হয় ?
      (a) অবলহিত রশ্মি
      (b) অতিবেগুনী রশ্মি
      (c) মাইক্রো রশ্মি
      (d) X রশ্মি


Question .
প্রোটিন শনাক্তকরণের পরীক্ষাটি হল ?
      (a) মলিষের পরিক্ষা
      (b) বিউরেট পরিক্ষা
      (c) ডি. এন. পি. এর পরিক্ষা
      (d) বেনেডিক্তের পরিক্ষা


Question .
মূল, কান্ড ও পাতায় বিন্যাস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল -
      (a) টেরিডোফাইটের
      (b) গুপ্তবীজী উদ্ভিদের
      (c) ব্যাক্তবীজী উদ্ভিদের
      (d) শৈবালের


Question .
সবচেয়ে নমনীয় ধাতুটি হল-
      (a) প্লাটিনাম
      (b) রুপো
      (c) লোহা
      (d) সোনা

Question .
‘হিগস বোসন’ হল-
      (a) সিনেমার নাম
      (b) একটি মৌল কণা
      (c) ঔষধের শ্রেণিগত নাম
      (d) গ্রহ

Question .
হিমফিলিয়ার জন্য দায়ী জিনটি হল -
      (a) X লিঙ্কড প্রচ্ছন্ন
      (b) X লিঙ্কড প্রকট
      (c) Y লিঙ্কড
      (d) অটোজোমে অবস্থিত

Question .
পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উৎপত্তিস্থল হোলো -
      (a) মস্তিষ্ক
      (b) রক্ত
      (c) থাইরয়েড
      (d) অগ্নাশয়

Question .
চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয়-
      (a) ব্রঙ্কাস
      (b) ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লী
      (c) ব্রাঙ্কিওস্টেগাইট
      (d) ব্রাঙ্কিওস্টেগাল স্পাইন

Question .
বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল-
      (a) তির্যক
      (b) অনুদৈর্ঘ্য
      (c) তড়িৎ চুম্বকীয়
      (d) সমবর্তন

Question .
রাসায়নিক অ্যাসপিরিন হল -
      (a) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
      (b) সোডিয়াম স্যালিসাইলেট
      (c) মিথাইল স্যালিসাইলেট
      (d) ইথাইল স্যালিসাইলেট

Question .
পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরকে বলা হয়-
      (a) অ্যালোগ্যামি
      (b) গাইটোনোগ্যামি
      (c) জেনোগ্যামি
      (d) আটোগ্যামি

Question .
DNA-এর পিরিমিডিন বেসগুলি হল-
      (a) অ্যাডেনিন ও গুয়ানিন
      (b) থাইমিন ও অ্যাডেনিন
      (c) সাইটোসিন ও গুয়ানিন
      (d) থাইমিন ও সাইটোসিন

Question .
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ?
      (a) NAA
      (b) IAA
      (c) 2, 4-D
      (d) IBA

Question .
ডেমোক্রেটিক রেপাব্লিক অফ কঙ্গো- র একটি নদীর নামে নিম্নলিখিত কোনটীর নাম ?
      (a) চিকুনগুনিয়া ভাইরাস
      (b) লাস্লা জ্বর
      (c) সালমোনেলা ব্যাকটেরিয়া
      (d) ইবোলো ভাইরাস

Question .
‘মস্তিষ্ক ম্যালেরিয়া’ ঘটায়-
      (a) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
      (b) প্লাজমোডিয়াম ম্যালেরি
      (c) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
      (d) উপরোক্ত কোনটি

Question .
‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন
      (a) জি. জে. মেন্ডেল
      (b) চার্লস ডারউইন
      (c) টি এইচ মরগান
      (d) উপরোক্ত কোনটিই নয়

Question .
কয়লাখনি দুর্ঘটনার কারন হল-
      (a) Slumping (স্লাম্পিং)
      (b) Faulting (ফল্টিং)
      (c) যথেষ্ট পরিমানে Stowing (স্টয়িং) না করা
      (d) খনির ভিতরে বন্যা

Question .
“সামাজিক বনসৃজন” কার্যে-
      (a) উক্যালিপটাস রোপণ
      (b) জ্বালানি জাতীয় বৃক্ষ রোপণ
      (c) বনের সম্পদ বিক্রয়
      (d) উপরোক্ত প্রতিটিই

Question .
মেন্ডেলের দ্বিশঙ্কর জননের বহিরঙ্গের অনুপাত হল-
      (a) 9:3:3:1
      (b) 1:1:1:1
      (c) 3:4:3:1
      (d) 1:2:1:1

Question .
স্তন্যপায়ী প্রাণীর করোটির স্নায়ু সংখ্যা-
      (a) 10 জোড়া
      (b) 10 টি
      (c) 12 টি
      (d) 12 জোড়া

Question .
নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় ?
      (a) স্থিতিস্থাপকতা
      (b) পৃষ্ঠটান
      (c) সান্দ্রতা
      (d) জলের ঘনত্ব

Question .
সমতল দর্পনের প্রতিবিম্ব হয়-
      (a) সদবিম্ব এবং খাড়া
      (b) অসদবিম্ব এবং উল্টানো
      (c) অসদবিম্ব এবং খাড়া
      (d) সদবিম্ব এবং উল্টানো

Question .
সৌরশক্তির উৎস হল-
      (a) পারমাণবিক সংযোজন
      (b) পারমাণবিক বিভাজন
      (c) তেজস্ক্রিয় ক্ষয়
      (d) আলোক তড়িৎ ক্রিয়া

  <<<Previous   3   4   5   6  7    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

• 1 ফ্যাদম = 6 ফুট
• রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল ব্যবহার করা হয় তার নাম ফ্রেয়ন
• ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি
• রাবার কে শক্ত করতে ব্যবহার করা হয় গন্ধক
• পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন
• মিউটেশন তত্ত্বের প্রবক্তা দ্য ব্লিস
• থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও
• আয়োডিনের বাষ্পের রং বেগুনি
• ঔষধের জনক বলা হয় হিপোক্রিটাস কে
• পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম মৌল ব্যবহার করা হয়

• রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 গ্রাম

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স