শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

general science mcq questions and answers in Bengali part-6

general science mcq questions and answers in Bengali part-6

সাধারণ বিজ্ঞান থেকে বাংলাতে এম সি কিউ প্রশ্নোত্তর :


সাধারণ বিজ্ঞানের পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যা ও কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই পোস্ট এ দেওয়া হলো।   রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলো খুব কাজে লাগবে। সাথে সাথে রেলওয়ে এন টি পি সি পরীক্ষার জন্য ও এগুলো খুব সহায়ক হবে। এর আগে আমরা মোট ১৫০ টি প্রশ্ন দেখেছিলাম। আজ  আরো ৩০ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে  নেবো। 

general science mcq questions and answers in Bengali part-6
general science mcq questions and answers in Bengali part-6




general science

mcq questions and answers in Bengali

part-6


Question .
লেন্সের ক্ষমতাকে কোন এককে মাপা হয় ?
      (a) মিটার এককে
      (b) ওয়াট এককে
      (c) ডায়পটার এককে
      (d) জুল এককে

Question .
কোন শিল্পক্ষেত্রে অভ্রকে কাঁচামাল হিসেবে ব্যাবহার করা হয় ?
      (a) সিমেন্ট
      (b) কাঁচ ও মৃত
      (c) লোহা ও স্টিল
      (d) ইলেক্ট্রিক্যাল

Question .
রেডিওকার্বন দেতিং পদ্ধতি কীসের বয়স নির্ধারণ করতে ব্যাবহার করা হয় ?
      (a) পাথর
      (b) স্মৃতিতম্ভ
      (c) মাটি
      (d) জীবাশ্ম

Question .
নিচের পদার্থগুলির মধ্যে কোনটির গলনের ফলে আয়তন বাড়ে ?
      (a) লৌহ
      (b) পারদ
      (c) বরফ
      (d) নিকেল

Question .
কোন রেডিওঅ্যাকটিভ মৌলের অরধ জীবন কীসের উপর নির্ভরশীল ?
      (a) মৌলের পরিমান
      (b) চাপ
      (c) তাপমাত্রা
      (d) মৌলের প্রকৃতি

Question .
তড়িৎ চুম্বকীয় তত্তের প্রবক্তা কে ?
      (a) মাক্স প্লাঙ্ক
      (b) হাইজেনস
      (c) নিউটন
      (d) মাক্সওয়েল


Question .
সমুদ্রের গভীরতা কীসের সাহায্যে মাপা হয় ?
      (a) স্কেলের সাহায্যে
      (b) আলোর প্রতিফলনের সাহায্যে
      (c) আলট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে
      (d) কোনোটিই নয়


Question .
কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
      (a) ফ্যাগোমিটার
      (b) অ্যালমিটার
      (c) হাইড্রোমিটার
      (d) ব্যারোমিটার


Question .
পৃথিবী সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে ?
      (a) অ্যাস্ত্রোনমিক্যাল একক
      (b) আংস্ট্রম একক
      (c) কিলোমিটার একক
      (d) সবগুলিই


Question .
কোন পদ্ধটিতিকে দশমিক পদ্ধতি বলা হয় ?
      (a) C.G.S.
      (b) F.P.S.
      (c) S.I.
      (d) সবকটি


Question .
একটি বস্তুর ভর 50 গ্রাম ঘনত্ব 10 গ্রাম/ঘন হলে বস্তুটির আয়তন কত ?
      (a) 5 ঘনসেমি
      (b) 500 ঘনসেমি
      (c) 40 ঘনসেমি
      (d) 60 ঘনসেমি

Question .
S.I. পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি ?
      (a) নিউটন
      (b) ডাইন
      (c) গ্রাম-ভর
      (d) কিলগ্রাম-ভর

Question .
চাঁদে একটি বস্তুর ভার 18 নিউটন। পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ভার কত হবে ?
      (a) 3 নিউটন
      (b) 18 নিউটন
      (c) 108 নিউটন
      (d) 36 নিউটন

Question .
কোন বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত ?
      (a) 12 নিউটন
      (b) 2 নিউটন
      (c) শূন্য
      (d) 72 নিউটন

Question .
নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন দেখা যায় না ?
      (a) আয়োডিন
      (b) শুস্ক বরফ
      (c) নিশাদল
      (d) কোনোটিই নয়

Question .
নিচের কোন পদার্থটির চাপ বারলে গলনাঙ্ক কমে যায় ?
      (a) তামা
      (b) পিতল
      (c) রূপা
      (d) টিন

Question .
একটি দাগ দেওয়া ঘড়ির ক্ষেত্রে যখন ছটা বাজে, তখন দর্পণে দেখলে কতা বাজে বলে মনে হয় ?
      (a) বারোটা
      (b) নটা
      (c) ছটা
      (d) তিনটা

Question .
আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভুমিকা কে পালন করে ?
      (a) বৃষ্টিবিন্দু
      (b) ধুলিকনা
      (c) মেঘ
      (d) বায়ু

Question .
মরুভুমিতে মেঘ ঘঘনীভূত হয় না কারন -
      (a) নিম্নচাপের জন্য
      (b) নিম্ন আদ্রতার জন্য
      (c) বায়ুর উচ্চ গতিবেগের জন্য
      (d) নিম্ন আদ্রতার জন্য

Question .
একটি ‘ স্প্রেয়ার’ (Sprayer) কোন নীতির উপর কাজ করে ?
      (a) নিউটন
      (b) আর্কিমিডিস
      (c) বয়েল
      (d) পাসকাল

Question .
ট্রাফিক সিগনালে লাল আল ব্যাবহার করা হয় কেন ?
      (a) এটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি
      (b) এটি সুন্দর
      (c)স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যাক্তিদের পক্ষে এটি সুবিধা জনক
      (d) কোনোটিই নয়

Question .
কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
      (a) রেডিও তরঙ্গ
      (b) এক্স রশ্মি
      (c) গামা রশ্মি
      (d) মাইক্রওয়েব

Question .
চৌম্বক ভেদ্যতার একক কি ?
      (a) আম্পিয়ার/মি
      (b) হেনরী/মি
      (c) আম্পিয়ার/বর্গ
      (d) হেনরী

Question .
কোন দুটি রাশির মাত্রা একই হবে ?
      (a)বল,গতি
      (b) ভরবেগ,পীড়ন
      (c) কার্‍্য,টর্ক
      (d) ভ্রামক, চাপ

Question .
একটি সরল দোলকের দৈর্ঘ্য 4% বাড়লে দোলকটির পর্যায়কালের পরিবর্তন কি হবে ?
      (a) 4% বাড়বে
      (b) 4% কমবে
      (c) 2% বাড়বে
      (d) 2% কমবে

Question .
নাইক্রম তারটিতে কোন উপাদানটি থাকে ?
      (a) Fe
      (b) Ni
      (c) Cu
      (d) Cr

Question .
কোন ধাতুটির উপর আলো পরলে রোধ কমে যায় ?
      (a) সেলিনিয়াম
      (b) তামা
      (c) উলফ্রেমাইট
      (d) বিসমাথ

Question .
বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উতপন্ন শব্দগুলির কোনটি সবদা পৃথক হয় ?
      (a) প্রাবল্য
      (b) তীক্ষ্ণতা
      (c) জাতি
      (d) সবকটি

Question .
মানুশ সেকেন্ডে কটির বেশি পদাংশ উচ্চারন করতে পারবে না ?
      (a) 1 টি
      (b) 5 টি
      (c) 10 টি
      (d) 15 টি

Question .
কাকে ক্যালকুলাসের জনক বলা হয় ?
      (a) জন ডালটন
      (b) গ্যালিলিও
      (c) নিউটন
      (d) কেপলার

  <<<Previous   3   4   5   6  7    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

• সূর্যের বিক্রিয়া এক ধরনের তাপমোচী বিক্রিয়া
• 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়
• প্লেগ রোগ ব্ল্যাক ডেথ রোগ নামে পরিচিত
• স্মল পক্স রেড প্লেগ নামে পরিচিত
• এডিস মশা কে বাঘ মশা বলা হয়
• উটের লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস যুক্ত
• ছত্রাক কে উপকারি শত্রু বলা হয়
• লাইকেন কে প্রকৃতির চাষী বলা হয়
• মানুষের অর্নিথিন চক্র হয় যকৃতে

• গায়ে মাখার পাউডারে থাকে ম্যাগনেসিয়াম সিলিকেট।

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

Current Affairs : November – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স