General Science
general science mcq questions and answers in Bengali part-3 is provided in this post. Physics, chemistry, biology all parts of general science are included in this post.This questions are very important for upcoming competitive exams like Railway NTPC 2019, Railway group-D Exam 2019 West Bengal Police Exam-2019 and also WBCS, WBPTET, WBPCS etc.So all Government job aspirants of West Bengal go through the post and make your preparation better.
![]() |
general science mcq questions and answers in Bengali part-3 |
সাধারণ বিজ্ঞান থেকে বাংলাতে এম সি কিউ প্রশ্নোত্তর :
সাধারণ বিজ্ঞানের পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যা ও কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই পোস্ট এ দেওয়া হলো। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলো খুব কাজে লাগবে। সাথে সাথে রেলওয়ে এন টি পি সি পরীক্ষার জন্য ও এগুলো খুব সহায়ক হবে।
general science
mcq questions and answers in Bengali
part-3Question .
একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে প্রথমে অ্যামমিটারে পাঠ যা হয়, কিছুক্ষণ পরে তা কমে যায় কেন ?
(a) তারের উষ্ণতা হ্রাস পায় বলে
(b তারের রোধ বৃদ্ধি পায় বলে
(c) তারের রোধ হাস পায় বলে
(d) কোন ব্যাখ্যা নেই
Question .
সরবর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না ?
(a) স্নকের কম্পন অনিয়মিত
(b) স্নকের কম্পন ক্ষণস্থায়ী
(c) শব্দের তীব্রতা হঠাৎ পরিবর্তিত হয়
(d) নির্দিষ্ট মূলসুর থাকে
Question .
মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ?
(a) শ্রুতিগোচর শব্দ
(b) শব্দেতর শব্দ
(c) শব্দোত্তর শব্দ
(d) কোনটাই নয়
Question .
সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে ?
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) প্লাজমা
Question .
কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয় ?
(a) কঠিন
(b) তরল
(c) প্লাজমা
(d) অতি তরল
Question .
0°C উষ্ণতায় পাঁচ গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে ?
(a) 200
(b) 400
(c) 800
(d) 1600
Question .
নিচের কোনটিতে নিয়মিত প্রতিফলন হয় ?
(a) সিনেমার পর্দা
(b) স্থির জল
(c) ঘষা কাচ
(d) কাগজ
Question .
থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন ?
(a) আয়তন প্রসারণ গুণাঙ্ক কম
(b) তাপগ্রাহিতা বেশি
(c) আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি
(d) কোনটাই নয়
Question .
কোনটি যান্ত্রিক সুবিধা 1 হয় ?
(a) ঢেঁকি
(b) এক চাকার হাত গাড়ি
(c) চিমটা
(d) সাধারণ তুলা যন্ত্র
Question .
চাঁদের আকাশে পাখি উড়তে পারবে না কেন ?
(a) বায়ু নেই
(b) অভিকর্ষ টান নেই
(c) অভিকর্ষ টান বেশি
(d) বায়ুর ঘনত্ব বেশি
Question .
চলন্ত ট্রেন গাড়ি থেকে হকাররা কিভাবে নামে ?
(a) সামনের দিকে হেলে
(b) পিছনের দিকে হেলে
(c) সোজা হয়ে
(d) যেভাবে ইচ্ছা
Question .
কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠন এর মধ্যে পার্থক্য ?
(a) কক্ষপথের পরিবর্তন
(b) বেশিরভাগ স্থান ফাঁকা
(c) কেন্দ্রীয় অবস্থান
(d) আকর্ষণ বল
Question .
সবচেয়ে অস্থির কনা কোনটি ?
(a) ইলেকট্রন
(b) নিউট্রন
(c) প্রোটন
(d) আলফা কণা
Question .
রাডারের প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল ?
(a) শব্দ তরঙ্গ
(b) বেতার তরঙ্গ
(c) বৈদ্যুতিক তরঙ্গ
(d) আলট্রাসনিক তরঙ্গ
Question .
তড়িৎ এর সর্বাপেক্ষা উৎকৃষ্ট পরিবাহী হল –
(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) তামা
(d) রুপো
Question .
বাষ্পীভবনের হার নির্ভর করে না –
(a) তরলের উষ্ণতার উপর
(b) তরলের উপরিতলের ক্ষেত্রফলের
(c) তরলের মোট ভোরের উপর
(d) বায়ুর চাপের উপর
Question .
‘কসমিক রে' (Cosmic Ray) হল –
(a) আধানযুক্ত কণা স্রোত
(b) আধান বিহীন কোন স্রোত
(c) আধানযুক্ত অথবা আধান বিহীন কোন স্রোত
(d) কোনোটিই নয়
Question .
শব্দ তরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে–
(a) মাধ্যমহীন অবস্থায়
(b) ইস্পাত এর মধ্য দিয়ে
(c) জলের মধ্য দিয়ে
(d) বায়ুর মধ্য দিয়ে
Question .
লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে ?
(a) Galvanization
(b) Electroplating
(c) Ionization
(d) কোনোটিই নয়
Question .
কম্পাঙ্কের একক কি ?
(a) মিটার
(b) Hrz
(c) ল্যামডা
(d) ভোল্ট
Question .
একটি ধাতু কল্পের উদাহরণ হল –
(a) নিকেল
(b) লোহা
(c) আর্সেনিক
(d) অ্যামোনিয়া
Question .
টেলুরিয়াম হল–
(a) ধাতু
(b) অধাতু
(c) ধাতুকল্প
(d) সন্ধিগত ধাতু
Question .
ক্যাথোড রাশির আবিষ্কর্তা কে হলেন–
(a) রাদারফোর্ড
(b) জে. জে. থমসন
(c) লর্ড কেলভিন
(d) ডিরাক
Question .
সূর্য থেকে কোন পদ্ধতি আমরা আলো পাই ?
(a) পরিবহন পদ্ধতি
(b) পরিচালন পদ্ধতি
(c) বিকিরণ পদ্ধতি
(d) পরিবহন পরিচলন উভয়ই
Question .
নিচের কোন অধাতুটি তড়িৎ এর সুপরিবাহী ?
(a কার্বন আ্যস
(b) হীরক
(c) গ্রাফাইট
(d) সালফার
Question .
নিচের কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা আবদ্ধ অবর্তমান ?
(a) অক্সিজেন
(b) কার্বন
(c) সাধারণ হাইড্রোজেন
(d) বরুণ
Question .
সাবান হল----
(a) উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ
(b) সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ
(c) উচ্চ আনবিক ভর সম্পন্ন অ্যালকোহল
(d) গ্লিসারল ও ফেনলের মিশ্রণ
Question .
নিচের যুগ্ম গুলির কোনটি সম ইলেকট্রনীয় (আইসো ইলেকট্রনিক )?
(a) N2 , CO
(b) NO , CO
(c) CO , CN
(d) O2 , CN
Question .
ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী ?
(a) 2.50
(b) 3.81
(c) 1.27
(d) 5.0
Question .
পদ্ম ফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখা যায় ?
(a) পাতার কেবলমাত্র নিম্ন অংশে
(b) পাতার কেবলমাত্র উপরি অংশে
(c) পাতার নিম্ন ও উপর উভয় অংশে
(d) কোনোটিই নয়
রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-
• আয়রন পাইরাইটস কে ফুলস গোল্ড
বলে
• বায়ু দূষণের ফলে নাইট্রাস
অক্সাইড গ্যাসের জন্য উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়
• গাছের পান্ডু রোগ হয় সোডিয়াম
নামক মৌলের জন্য
• গ্রাফাইট কে কালো সীসা বলা হয়
• ডাচ ওয়েল হলো তামা ও দস্তার
ধাতু সংকর
• সোহাগা বাবর এর হলো সোডিয়াম
পারবোরেট
• ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন
বিজ্ঞানী রুডলফ
• অ্যালপেত্রিয়া চুলের এক ধরনের
রোগ
• হারপোটোলজি সাপ সম্পর্কিত
বিজ্ঞানকে বলে
• সাবানের রাসায়নিক নাম সোডিয়াম
স্টিয়ারেট
Current Affairs MCQ practice sets in Bengali
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলায়
Current Affairs : April – 2019
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
Current Affairs : November – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলায়
Current Affairs : April – 2019
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
Current Affairs : November – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স