শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

general science mcq questions and answers in Bengali part-5

general science mcq questions and answers in Bengali part-5

General Science 

general science mcq questions and answers in Bengali part-5  is provided in this post. Physics, chemistry, biology all parts of general science are included in this post.This questions are very important for upcoming competitive exams like Railway NTPC 2019, Railway group-D Exam 2019 West Bengal Police Exam-2019 and also WBCS, WBPTET, WBPCS etc.So all Government job aspirants of West Bengal go through the post and make your preparation better.


general science mcq questions and answers in Bengali part-5
general science mcq questions and answers in Bengali part-5



general science 

mcq questions and answers in Bengali 

part-5



Question .
মরুভুমিতে সৃষ্ট মরিচিকার কারন হল-
      (a) প্রতিফলন
      (b) প্রতিসরন
      (c) বিকিরন
      (d) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Question .
আলোর তরঙ্গত্বত্তের প্রবক্তা কে ?
      (a)নিউট্রন
      (b)আইনস্টাইন
      (c) মিলিকান
      (d) হাইগেনস

Question .
১ বর্গমিটার কত বর্গফুটের সমান ?
      (a) 9.84বর্গফুট
      (b) 10.76 বর্গফুট
      (c) 11.44 বর্গফুট
      (d) এর কোনটিই নয়

Question .
কোনো গ্যাসের আনবিক ঘনত্ব 42 হলে ঐ গ্যাসটির বাস্প ঘনত্ব কত ?
      (a) 20
      (b) 84
      (c) 21
      (d) 21

Question .
কোনো মৌলের পারমানবিক সংখ্যা 2 এবং ভরসংখ্যা সংখ্যা 4 হলে প্রোটন সংখ্যা কত ?
      (a) 4 টি
      (b) 6 টি
      (c) 2 টি
      (d) 1 টি

Question .
তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন ?
      (a) নিবোর
      (b) ম্যা. কুরি
      (c) ডঃ রাদারফোর্ড
      (d) ব্যেকারেল


Question .
কোন বন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক বেশি ?
      (a) ভোল্টামিটার
      (b) মিলি অ্যামমিটার
      (c) গ্যালভানোমিটার
      (d) অ্যাম্মিটার


Question .
ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয় ?
      (a) সমপ্রবাহে
      (b) পরিবর্ত প্রবাহে
      (c) অপরিবর্তিত প্রবাহে
      (d) কোনোটিই নয়


Question .
আমাদের দেশে নিউক্লীয় বিজ্ঞানের জনক কে ?
      (a) বিক্রম সারাভাই
      (b) হোমি জাহাঙ্গির ভাবা
      (c) এম. জে. কে. মেনন
      (d) রাজা রামানন্দ


Question .
পুরোনো দিনের বিজ্ঞানকে বলা হয় -
      (a) ওসানোলজি
      (b) ক্রমোলজি
      (c) ক্রনোলজি
      (d) গ্যায়েন্টোলজি


Question .
পারদ ছাড়া তরল ধাতু হল -
      (a) গ্যালিয়াম
      (b) রেডিয়াম
      (c) হারমোনিয়াম
      (d) প্যালাডিয়াম

Question .
জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে কম – এটা কে প্রমান করেন ?
      (a) ফিজো
      (b) ফোকান্ট
      (c) রোমার
      (d) মাইকেলসন

Question .
প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে ?
      (a) M.K.S.
      (b) C.G.S.
      (c) F.P.S.
      (d) S.I.

Question .
জাঁতি কোন ধরনের লিভার ?
      (a) প্রথম শ্রেণি
      (b) দ্বিতীয় শ্রেণি
      (c) তৃতীয় শ্রেণি
      (d) কোনোটিই নয়

Question .
নিচের কোনটি দ্বিতীয় শ্রেনির লিভার ?
      (a) সাঁড়াশি
      (b) কাঁচি
      (c) মাছ ধরার ছিপ
      (d) নৌকার দাঁড়

Question .
কোন সুত্র থেকে বলের মান নিরনয় করা যায় ?
      (a) নিউটনের প্রথম গতিসুত্র
      (b) নিউটনের দ্বিতীয় গতিসুত্র
      (c) নিউটনের তৃতীয় গতিসুত্র
      (d) ভরবেগের সংরক্ষণ সুত্র

Question .
প্রাস গতিতে কণার গতিপথ হয় -
      (a) বৃত্তাকার
      (b) উপবৃত্তাকার
      (c) পরাবৃত্তাকার
      (d) অধিবৃত্তাকার

Question .
পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে তানা সুড়ঙ্গে কোন বস্তুর গতিপ্রকৃতি হয় -
      (a) বক্ররৈখিক গতি
      (b) সরলরৈখিক গতি
      (c) সরল সামঞ্জস্য গতি
      (d) ত্বারিত গতি

Question .
তড়িতের উত্তর পরিবাহী হল -
      (a) পরিস্রুত গরম জল
      (b) পাতিত জল
      (c) পরিস্রুত জল সাধারন উস্নতায়
      (d) লবনাক্ত জল

Question .
নিম্নোক্ত কোনটি তাপনিয়ামক রূপে পরমানু চুল্লিতে ব্যবহৄত হয় ?
      (a) ভারি জল
      (b) ক্যাডমিয়াম
      (c) গলিত সোডিয়াম
      (d) গ্রাফাইট

Question .
অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৄত হয় ?
      (a) যোগাযোগ
      (b) উইভিং
      (c) বাদ্যযন্ত্রে
      (d) খাদ্য প্রক্রিয়াকরণে

Question .
সহজে পরা যায় না এমন পুরাতন লেখা পরা সম্ভব হয় কার দ্বারা ?
      (a) মহাজাগতিক রশ্মি
      (b) অতিবেগুনি রশ্মি
      (c) অবলোহিত রশ্মি
      (d) কোনোটিই নয়

Question .
নিচের কোন যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৄত হয় ?
      (a) পেনটেনসিও মিটার
      (b) অ্যামমিটার
      (c) ভোল্টামিটার
      (d) ভোল্টমিটার

Question .
বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?
      (a) গতি শক্তি
      (b) তাপ শক্তি
      (c) স্থিতি শক্তি
      (d) আলোক শক্তি

Question .
বাতাস থেকে কাঁচে আলো প্রতিসৃত হলে কোন কোনটি পরিবর্তিত হয় ?
      (a) কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য
      (b) কম্পাঙ্ক ও গতি
      (c) অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের ফলে
      (d) কোনোটিই নয়

Question .
স্থান ভেদে কোনটি পরিবর্তনশীল ?
      (a) বস্তুর ওজন
      (b) বস্তুর আয়তন
      (c) বস্তুর ঘনত্ব
      (d) বস্তুর ভর

Question .
দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যাবহার করে থাকেন ?
      (a) সমতল
      (b) অবতল
      (c) উত্তল
      (d) কোনোটিই নয়

Question .
যে পদার্থটি চৌম্বক পদারথ নয় -
      (a)নিকেল
      (b) লৌহ
      (c) জিঙ্ক
      (d) কোবাল্ট

Question .
যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা যায় সেতি হল -
      (a) সেন্ট্রিফিউজ
      (b)মাস- প্সেকট্রামিটার
      (c) সেক্সট্যান্ট
      (d) কোনোটিই নয়

Question .
টরিসেলির শূন্যস্থানে থাকে-
      (a) বায়ু
      (b) পারদবাষ্প
      (c) স্থানটি সম্পূর্ণ শূন্য
      (d) কোনোটিই নয়

  <<<Previous   3   4   5   6  7    Next >>>

রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

• মরণাপন্ন রোগী কৃত্রিম শ্বাস কার্য চালানোর কাজে কার্বোজেন ব্যবহার
 করা হয়
• হাইড্রোজেন হলো একটি জল উৎপাদক গ্যাস
• ন্যানো প্রযুক্তি তে কার্বনের যে রূপটি ব্যবহার করা হয় সেটা হল গ্রাফিন
• যক্ষা রোগ হোয়াইট ডেথ নামে পরিচিত
• কাচকে অতি শীতলকৃত সান্দ্র তরল বলা হয়
• সোডিয়াম ধাতুকে সংরক্ষণ করার জন্য কেরোসিন এর মধ্যে রাখা হয়
• মানুষের রক্তে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে
• হাইড্রা এক দিন বাঁচে
• যে উদ্ভিদের প্রধান মূল থাকে না - পদ্ম

• হৃদপিন্ডের কার্যকারিতা পটাশিয়াম ও ক্যালসিয়াম ধাতুর ওপর নির্ভর করে

Current Affairs MCQ practice sets in Bengali


Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স