শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

general science mcq questions and answers in Bengali part-1

general science mcq questions and answers in Bengali part-1

General Science 

general science mcq questions and answers in Bengali part-1  is provided in this post. Physics, chemistry, biology all parts of general science are included in this post.This questions are very important for upcoming competitive exams like Railway NTPC 2019, Railway group-D Exam 2019 West Bengal Police Exam-2019 and also WBCS, WBPTET, WBPCS etc.So all Government job aspirants of West Bengal go through the post and make your preparation better.

general science mcq questions and answers in Bengali part-1
general science mcq questions and answers in Bengali part-1

After finishing this set of questions I also have included some extra notes of general science.Those will help you in your preparation. Best of luck.


general science 

mcq questions and answers in Bengali 

part-1



Question 1.
ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের স্থানান্তর কে বলে-
      (a) ফোটোন্যাস্টি
      (b কেমোন্যাস্টি
      (c) নিকটোন্যাস্টি
      (d) সিসমোন্যাস্টি

Question 2.
উদ্ভিদের প্রকরণ চলন যে পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল-
      (a) ব্যাপন
      (b) অভিস্রবণ
      (c) বাষ্পমোচন
      (d) কোনোটিই নয়

Question 3.
উদ্ভিদের সাড়া প্রদানের ক্ষমতা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে প্রমাণ, তা হল–
      (a) ক্রেসকোগ্রাফ
      (b) সিসমোগ্রাফ
      (c) ফটোগ্রাফ
      (d) লিথোগ্রাফ

Question 4.
উদ্দীপকে সাহায্যে পরিবেশের পরিবর্তন কে শনাক্ত করে জীবের সাড়া দেয়ার ক্ষমতা কে বলা হয়-
      (a) অভিযোজন
      (b) সংবেদনশীলতা
      (c) আত্তীকরণ
      (d) উপযোজন

Question 5.
অক্সিন হরমোন উদ্ভিদের যে চলন নিয়ন্ত্রণ করে তার নাম কি
      (a) ট্যাকটিক চলন
      (b) ট্রপিক চলন
      (c) ন্যাস্টিক চলন
      (d) প্রকরণ চলন

Question 6.
মাছের মায়োটোম পেশীর আকৃতির কি রকম ?
      (a) S আকৃতির
      (b) V আকৃতির
      (c) Z আকৃতির
      (d) I আকৃতির


Question 7.
প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি
      (a) ক্ষণপদ
      (b) সিলিয়া
      (c) সীটা
      (d) কর্ষিকা


Question 8.
মানুষের মেরুদন্ডে কয়টি অস্থি থাকে ?
      (a) 31 টি
      (b) 23 টি
      (c) 33 টি
      (d) 12 টি


Question 9.
দুটি অস্থি কিসের মাধ্যমে যুক্ত থাকে ?
      (a) টেনডন
      (b) তন্তু
      (c) কার্টিলেজ
      (d) লিগামেন্ট


Question 10.
নিচের কোন ফুলটি পতঙ্গ পরাগী ?
      (a) ভুট্টা
      (b) ধান
      (c) পদ্ম
      (d) পলাশ


Question 11.
আধুনিক ঘোড়ার সৃষ্টির সময়কাল কোনটি ?
      (a) মায়োসিন যুগ
      (b) প্লিওসিন যুগ
      (c) ইয়োসিন যুগ
      (d) প্লিস্টোসিন যুগ

Question 12.
নিচের কোনটি বিবর্তনের সঙ্গে সম্পর্কিত ?
      (a) প্রতিযোগিতা
      (b) জনন
      (c) বৃদ্ধি
      (d) প্রকরণ

Question 13.
ধোঁয়ায় কোন বায়ু দূষক থাকে ?
      (a) সালফার ডাই অক্সাইড
      (b) নাইট্রোজেন মনোঅক্সাইড
      (c) কার্বন মনোক্সাইড
      (d) উপরের সবকটি

Question 14.
একই জিনের একাধিক গ্রুপ গুলোকে কি বলে ?
      (a) লোকাস
      (b) অ্যালিল
      (c) সংকরায়ন
      (d) মিউটেশন

Question 15.
কোন কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে ?
      (a) মাইটোসিস
      (b) অ্যামাইটোসিস
      (c) মিয়োসিস
      (d) কোনটাই নয়

Question 16.
মিথাইল আরগোমেট্রিন ওষুধ পাওয়া যায় নিচের কোনটি থেকে ?
      (a) ব্যাকটেরিয়া থেকে
      (b) ছত্রাক থেকে
      (c) ফার্ন উদ্ভিদ থেকে
      (d) এক ধরনের ব্যক্তবীজী উদ্ভিদ থেকে

Question 17.
ক্যালরিজেনিক হরমোন কাকে বলে ?
      (a) ACTH
      (b) থাইরক্সিন
      (c) টেস্টোস্টেরন
      (d) ইনসুলিন

Question 18.
নিচের কোনটি প্রোটিন ধর্মী হরমোন নয় ?
      (a) ইনসুলিন
      (b) গ্লুকাগন
      (c) টেস্টোস্টেরন
      (d) থাইরক্সিন

Question 19.
মিক্সিডিমা রোগ কোন হরমোনের অভাবে হয় ?
      (a) অক্সিটোসিন
      (b) প্রোল্যাকটিন
      (c) ইনসুলিন
      (d) থাইরক্সিন

Question 20.
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে CSF এর পরিমাণ কত ?
      (a) 200 ml
      (b) 250 ml
      (c) 150 ml
      (d) 100 ml

Question 21.
সোয়ান কোষ কোথায় অবস্থিত ?
      (a) সাইন্যাপস
      (b) অ্যাক্সন
      (c) ডেনড্রন
      (d) কোষদেহ

Question 22.
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ কে কি বলে ?
      (a) পেরিকার্ডিয়াম
      (b) মেনিনজেস
      (c) এন্ডোনিউরিয়াম
      (d) এপিনিউরিয়াম

Question 23.
হাইপারমেট্রোপিয়া তে কোন লেন্স ব্যবহৃত হয় ?
      (a) উত্তল লেন্স
      (b) অবতল লেন্স
      (c) উভোত্তল লেন্স
      (d) সাধারণ লেন্স

Question 24.
নিউরোন এর মৃত্যুর পর তার স্থান দখল করে কে ?
      (a) মেসোগ্লিয়া
      (b) নিউরোগ্লিয়া
      (c) এপিগ্লিয়া
      (d) এন্ডোগ্লিয়া

Question 25.
নিম্নোক্ত কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে ?
      (a) পেঁপে
      (b) কুমড়ো
      (c) আম
      (d) গরান

Question 26.
ডিম্বানুতে ক্রোমোজোম এর প্রকৃতি কিরূপ ?
      (a) ডিপ্লয়েড
      (b) ট্রিপ্লয়েড
      (c) হ্যাপ্লয়েড
      (d) টেট্রাপ্লয়েড

Question 27.
বৃদ্ধির প্রথম দশা টি কি ?
      (a) কোষ বিভাজন
      (b) কোষের আকার বৃদ্ধি
      (c) কোষীয় বিভেদন
      (d) বিলম্ব দশা

Question 28.
কেমোজেনি মতবাদ টির প্রবক্তা কে ?
      (a) আলেকজান্ডার
      (b) ওপারিন
      (c) ল্যামার্ক
      (d) ডারউইন

Question 29.
অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার ?
      (a) ভাইস ম্যান
      (b) ল্যামার্ক
      (c) ডারউইন
      (d) মেন্ডেল

Question 30.
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ?
      (a) পেরিপেটাস
      (b) লিমুলাস
      (c) স্ফেনোডোন
      (d) হংসচঞ্চু

  <<<Previous   1  2   3   4   5   6   Next >>>


রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-

• ধান গাছের অ্যানাবিনা অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয়
• Elisa Rapid test এর সাহায্যে ডেঙ্গু রোগ সনাক্ত করা হয়
• রসুনের কন্দ জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়
• Immunology এর জনক এডওয়ার্ড জেনার
• ডিপথেরিয়া রোগের ত্বকের রঙ নীল হয়ে যায়
• ডেঙ্গু রোগের জীবাণুর নাম ফ্ল্যভি ভাইরাস
• চর্ম শিল্প ট্রেনের জন্য ব্যবহৃত হয় - Steptomyces
• AVS এর পুরো নাম - Anti Venum Serum
• জলের তলদেশে যেসব প্রাণীর বসবাস করে তাদেরকে বলে বেনথস
• ক্ষতিগ্রস্ত বনাঞ্চল কে পুনরায় গঠন করার জন্য যে বিজ্ঞানের প্রয়োজন হয় তাকে বলে সিভিকালচার



Current Affairs MCQ practice sets in Bengali

Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019

Current Affairs : December – 2018

আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস  করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স