general science mcq questions and answers in Bengali part-2
general science
general science mcq questions and answers in Bengali from physics, Chemistry and Biology is provided in this post for all competitive exams. specially for Railway NTPC, Railway Group-D, West Bengal Police etc.
![]() |
general science mcq questions and answers in Bengali part-2 |
সাধারণ বিজ্ঞান থেকে বাংলাতে এম সি কিউ প্রশ্নোত্তর :
সাধারণ বিজ্ঞানের পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যা ও কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই পোস্ট এ দেওয়া হলো। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য এগুলো খুব কাজে লাগবে। সাথে সাথে রেলওয়ে এন টি পি সি পরীক্ষার জন্য ও এগুলো খুব সহায়ক হবে।
general science mcq questions and answers in Bengali part-2
Question .
কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক নিন্মের কিসের উপর নির্ভর করে
(a) আলোর বর্ণের ওপর
(b প্রাবল্যের ওপর
(c) বিস্তারের ওপর
(d) দশা পার্থক্যের ওপর
Question .
ফোকাস তল প্রধান অক্ষের সঙ্গে কত কোন করে থাকে ?
(a) 45 ডিগ্রি
(b) 90 ডিগ্রী
(c) 0 ডিগ্রী
(d) 120 ডিগ্রী
Question .
0.5 গ্রাম গ্লুকোজ এর সন্ধান প্রক্রিয়া এর জন্য কত গ্রাম অক্সিজেন প্রয়োজন ?
(a) 192 গ্রাম
(b) 96 গ্রাম
(c) 180 গ্রাম
(d) 160 গ্রাম
Question .
নিচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপন মূল্য সব থেকে বেশি ?
(a) চারকোল
(b) ডিজেল
(c) LPG
(d) বায়োমাস
Question .
ঝড় ও বজ্রপাতে দেখা যায় কোন মন্ডলে ?
(a) ক্ষুব্দ মন্ডল
(b) শান্ত মন্ডল
(c) মেসো পোজ
(d) স্ট্রাটোস্ফিয়ার
Question .
আমাদের চোখ কোন আলোর প্রতি বেশি সংবেদনশীল ?
(a) নীল
(b) বেগুনি
(c) আসমানী
(d) হলুদ
Question .
ফুকুশিমা তে নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ দুর্ঘটনা ঘটেছিল কবে ?
(a) 2000 সালে
(b) 2011 সালে
(c) 2008 সালে
(d) 2017 সালে
Question .
কোনটিতে নিউক্লিয় সংযোজন ঘটে ?
(a) ইউরেনিয়াম
(b) ডায়েটেরিয়াম
(c) বেরিয়াম
(d) ক্রিপটন
Question .
দুটি অস্থি কিসের মাধ্যমে যুক্ত থাকে ?নিমের কোন তড়িৎযোজী যৌগ কে উত্তপ্ত করলে কঠিন থেকে বাষ্পে পরিণত হয় ?
(a) NH4Cl
(b) কর্পূর
(c) ন্যাপথলিন
(d) কার্বন ডাই অক্সাইড
Question .
টিনের চামচ এর উপর রূপোর প্রলেপ দিতে কত দ্রুত কি ব্যবহার করা হয় ?
(a) স্টিলের চামচ
(b) টিনের চামচ
(c) রুপোর দন্ড
(d) প্লাটিনামের দন্ড
Question .
সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি ?
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) ইলেকট্রিক
(d) স্টিম
Question .
পরম স্কেল কে প্রবর্তন করেন ?
(a) কেলভিন
(b) রাদারফোর্ড
(c) বোর
(d) আইনস্টাইন
Question .
নিচের কোনটি দ্বিপরমাণুক মৌল ?
(a) Na
(b) Al
(c) Ca
(d) Cl
Question .
বর্তমানে বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা থাকে কেন ?
(a) ফিলামেন্ট এর বাসভবন বেশি হয়
(b) ফিলামেন্টের রোধ বৃদ্ধি পায়
(c) ফিলামেন্টের রোধ কমে যায়
(d) ফিলামেন্টের বাষ্পীভবন কম হয়
Question .
প্রত্যেক বাড়িতে কত তড়িৎ শক্তি খরচ হয়, তা কোন এককে মাপা হয় ?
(a) ওয়াট
(b) ভোল্টেজ
(c) B.O.Tঔ একক
(d) ওয়াট-ঘন্টা
Question .
তোমার বাড়িতে 100 ওয়াটের একটি বাল্ব প্রত্যহ 10 ঘণ্টা করে চলে। তাহলে প্রতিদিন কত কারেন্ট পোড়ে ?
(a) 0.1 কিলোওয়াট-ঘন্টা
(b) 1 কিলোওয়াট-ঘন্টা
(c) 10 কিলোওয়াট-ঘন্টা
(d) 100 কিলোওয়াট-ঘন্টা
Question .
50 ওহম রোধের একটি বাল্ব 300 ভোল্ট লাইন এর সঙ্গে যুক্ত আছে। বাড়ির মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে ?
(a) 6 আ্যম্পিয়ার
(b) 50 আ্যম্পিয়ার
(c) 300 আ্যম্পিয়ার
(d) 15000আ্যম্পিয়ার
Question .
টিন এবং সিসা তৈরি সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে টিনের পরিমাণ কত হয় ?
(a) 10%
(b) 20%
(c) 25%
(d) 30%
Question .
ক্রুগেজ কেন ব্যবহার করা হয় ?
(a) গাছের ব্যাস নির্ণয় করতে
(b) সরু তারের ব্যাস মাপতে
(c) গাছের উচ্চতা মাপতে
(d) সরু তারের দৈর্ঘ্য মাপতে
Question .
দুটি মাধ্যমের বিভেদতল থেকে প্রতিফলিত হবার সময়ে তরঙ্গের কোন ধর্মটি পরিবর্তিত হয় ?
(a) তীব্রতা
(b) তরঙ্গ দৈর্ঘ্য
(c) বেগ
(d) কম্পাঙ্ক
Question .
ভূসমলয় উপগ্রহ (Geostationary)পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে ?
(a) 36 কিমি
(b) 360 কিমি
(c) 3600 কিমি
(d) 36000 কিমি
Question .
একটি ভূসমালয় উপগ্রহের ঘূর্ণনকাল কত ?
(a) 12 ঘন্টা
(b) 1 দিন
(c) 30 দিন
(d) 365 দিন
Question .
যদি দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর উপর একই সময় ধরে, একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে দুটি বস্তুর- ?
(a) বেগ সমান হয়
(b) ভরবেগ সমান হয়
(c) ত্বরণ সমান হয়
(d) গতিশক্তি সমান হয়
Question .
যদি পৃথিবী কে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোন ভাবে বর্তমান আকারের অর্ধেক হয়ে যায়। তবে দিনের দৈর্ঘ্য কিরূপ হবে ?
(a) 6 ঘন্টা
(b) 12 ঘন্টা
(c) 24 ঘন্টা
(d) 48 ঘন্টা
Question .
অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে ?
(a) প্রতিসরণ
(b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(c) বিয়োগ
(d) ব্যতিচার
Question .
জলের মধ্যে একটি বুদবুদ নিম্নলিখিত কোন বস্তুর মতো কাজ কর ?
(a) উত্তর প্রতিফলক
(b) উত্তল লেন্স
(c) অবতল প্রতিফলক
(d) অবতল লেন্স
Question .
কোনো গ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তি বেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভরশীল ?
(a) বস্তুটির ভর
(b) গ্রহটির ঘর
(c) গ্রহটির গড় ব্যাসার্ধ
(d) গ্রহটির গড় ঘনত্ব
Question .
ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে ?
(a) চৌম্বক ক্ষেত্রের দিক
(b) পরিবাহীর গতির অভিমুখে
(c) তড়িৎ প্রবাহের দিক
(d) কোনটাই নয়
Question .
220V-100W এবং 220V-60W বাল্বের মধ্যে কোন বালটি আলো বেশি দেবে?
(a) 220V-100W
(b) 220V-60W
(c) উভয়
(d) কোনটাই নয়
Question .
5cm, 4cm, 3cm, 2cm ব্যাস বিশিষ্ট তারের মধ্যে দিয়ে সমমানের তড়িৎ পাঠালে কোনটি বেশি উত্তপ্ত হবে ?
(a) 5cm
(b) 4cm
(c) 3cm
(d) 2cm
রেলওয়ে পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস :-
• ক্ষতিগ্রস্ত বনাঞ্চল কে পুনরায়
গঠন করার জন্য যে বিজ্ঞানের প্রয়োজন হয় তাকে বলে সিভিকালচার
• মিষ্টি জলের সর্ববৃহৎ উৎস মেরু
বরফ ও হিমবাহ
• পানীয় জলে আর্সেনিকের সহনশীল
মাত্রা - 0.05 গ্রাম / লিটার
• ক্লোরেল্লা শৈবাল প্রোটিন যুক্ত
খাদ্য হিসেবে ব্যবহার করা হয়
• ঘৃতকুমারী পাতার শাঁস থেকে
বিকল্প খাদ্য প্রস্তুত করা যায়
• স্যামন মাছের লার্ভার বৃদ্ধি
আলোকিত স্থানে ভালো হয়
• পরিবেশের বাফার বলে বন বা
অরণ্যকে
• বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষ
করাকে বলে এপিকালচার
• স্মল পক্স এর অপর নাম রেড প্লেগ
• প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন
ভালডেমার হাফকিন
Current Affairs MCQ practice sets in Bengali
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলায়
Current Affairs : April – 2019
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স
সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলায়
Current Affairs : April – 2019
Current Affairs : March – 2019
Current Affairs : February – 2019
Current Affairs : January – 2019
Current Affairs : December – 2018
আরও কারেন্ট অ্যাফেয়ার্স প্রাকটিস করুন - শেষ এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স